ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

আত্মসমর্পণকারী জলদস্যুদের ঈদ উপহার দিলো র‌্যাব

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:০০, ৯ মে ২০২১  
আত্মসমর্পণকারী জলদস্যুদের ঈদ উপহার দিলো র‌্যাব

আত্মসমর্পণকারী তিন শতাধিক জলদস্যুর মাঝে রোববার (৯ মে) ঈদ উপহার বিতরণ করেছে র‌্যাব।

রোববার রাতে র‌্যাবের সদর দপ্তর থেকে জানানো হয়েছে, আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফেরা সুন্দরবনের জলদস্যুদের অনেকে করোনা মহামারির কারণে বেকার হয়ে পড়েছেন। পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। মানবিক দিক বিবেচনায় র‌্যাবের মহাপরিচালক (ডিজি) চৌধুরী আবদুল্লাহ আল মামুনের পক্ষ থেকে র‌্যাব-৬ ও ৮ এর তত্ত্বাবধানে তাদের ত্রাণ সামগ্রী দেওয়া হয়েছে।

র‌্যাবের আইন ও গণমাধ‌্যম শাখার পরিচালক খন্দকার আল মঈন রাইজিংবিডিকে বলেন, ‘ত্রাণ বিতরণের সময় জলদস্যুদের নানা সমস্যার কথা শুনেছেন র‌্যাবের কর্মকর্তারা। সেগুলো সমাধানের আশ্বাস দেওয়া হয়েছে। আশা করি, ঈদ উপহার পেয়ে তাদের সামান্য হলেও উপকার হবে।’

জানা গেছে, বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পর সুন্দরবন, বাগেরহাট, বরিশাল, খুলনার বিভিন্ন এলাকায় জলদস্যুদের আত্মসমর্পণের জন‌্য আহ্বান জানানো হয়। সরকারের ডাকে সাড়া দিয়ে ওই সময় অনেক জলদস্যু বিভিন্ন মাধ্যমে র‌্যাবের কাছে আত্মসমর্পণ করেন। স্বাভাবিক জীবনে ফিরতে তাদের নানাভাবে সহযোগিতা করছে সরকার।

ঢাকা/মাকসুদ/রফিক

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়