ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ভাষানটেকে নিরাপত্তা প্রহরী খুন, মার্কেটে চুরি 

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২১, ১৬ মে ২০২১   আপডেট: ১৪:২২, ১৬ মে ২০২১
ভাষানটেকে নিরাপত্তা প্রহরী খুন, মার্কেটে চুরি 

রাজধানীর ভাষানটেকে মার্কেটে চুরি করতে বাধা দেওয়ায় মো. সুজন মিয়া (৩৫) নামে এক নিরাপত্তা প্রহরীকে খুন করা হয়েছে। চুরি করা হয়েছে ওই মার্কেটের মালামাল। 

রোববার (১৬ মে) ভোরের দিকে পুরাতন কচুক্ষেত জেসমিন টাওয়ারে এ ঘটনা ঘটে। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করছে।

রোববার (১৬ মে) দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিরপুর জোনের উপপুলিশ কমিশনার (ডিসি)  মো. মাহাতাব উদ্দিন রাইজিংবিডিকে বলেন, এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছ।

মার্কেটের লোকজন জানায়, শনিবার (১৫ মে) রাতের কোনো এক সময় জেসমিন টাওয়ারে মার্কেটে চোর আসে। এ সময় নিরাপত্তা প্রহরী সুজন তাদের বাধা দিতে গেলে ধারালো অস্ত্র দিয়ে তাকে কোপায়। 

পুলিশ জানায়, হত্যাকাণ্ডের শিকার সুজনের লাশ পাওয়া গেছে শেরে বাংলা নগর থানা এলাকায়।  চুরি-ডাকাতি না পূর্বশত্রুতার জেরে এ ঘটনা ঘটেছে তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এদিকে, ঈদের ছুটিতে ফাঁকা ঢাকায় চুরি, ডাকাতি-ছিনতাইসহ নানা অপরাধ রোধে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশসহ সরকারের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ঈদ পরবর্তী আরও কয়েকদিন অব্যাহত থাকবে। তবে এরই মধ্যে ভাষানটেকের হত্যা ও চুরির ঘটনা ঘটলো। 

ঢাকা/মাকসুদ/ইভা 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়