ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

বার্জার পেইন্টসকে ৩ লাখ টাকা জরিমানা

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:২২, ৮ জুন ২০২১  
বার্জার পেইন্টসকে ৩ লাখ টাকা জরিমানা

এডিস মশা, ডেঙ্গু ও চিকুনগুনিয়া বিস্তাররোধে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকায় মোবাইল কোর্টে বার্জার পেইন্টসকে ৩ লাখ টাকা জরিমানাসহ ২২টি মামলায় সর্বমোট ৬ লাখ ৫১ হাজার ৭০০ টাকা আদায় করা হয়।

মঙ্গলবার (৮ জুন) ডিএনসিসির ১ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জুলকারনায়ন পরিচালিত মোবাইল কোর্টে ৪টি মামলায় ৩৫ হাজার টাকা, একই অঞ্চলের নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত ফেরদৌস পরিচালিত ২টি মামলায় ২০ হাজার, ২ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট এ.এস.এম শফিউল আজম পরিচালিত ৭টি মামলায় ১ লাখ ২৫ হাজার টাকা, ৪ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট সালেহা বিনতে সিরাজ পরিচালিত ৩টি মামলায় ১ হাজার ৭০০ টাকা, ৬ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিয়া আফরিন পরিচালিত ১টি মামলায় ৫ হাজার টাকা এবং ডিএনসিসির সমগ্র এলাকার জন্য নিয়োজিত নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ আল মামুন পরিচালিত মোবাইল কোর্টে তেজগাঁও শিল্প এলাকায় বার্জার পেইন্টসকে ৩ লাখ টাকা জরিমানাসহ ৫টি মামলায় ৪ লক্ষ ৬৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এভাবে মোট ২২টি মামলায় আদায়কৃত জরিমানার পরিমাণ ৬ লাখ ৫১ হাজার ৭০০ টাকা।

 

ঢাকা/মেসবাহ/এমএম

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়