ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

কাউন্সিলর চিত্তরঞ্জন দাসের মামলায় প্রতিবেদন ২৩ ডিসেম্বর

নিজস্ব প্রতিবেদক  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৩০, ৬ ডিসেম্বর ২০২১  
কাউন্সিলর চিত্তরঞ্জন দাসের মামলায় প্রতিবেদন ২৩ ডিসেম্বর

কাউন্সিলর চিত্তরঞ্জন দাস (ফাইল ফটো)

শ্লীলতাহানির মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর চিত্তরঞ্জন দাসের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়ে আগামী ২৩ ডিসেম্বর ধার্য করেছেন আদালত।

সোমবার (৬ ডিসেম্বর) মামলাটি তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ধার্য ছিল। কিন্তু সবুজবাগ থানা পুলিশ প্রতিবেদন দাখিল করতে পারেনি। এজন্য ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম ইয়াসমিন আরার আদালত প্রতিবেদন দাখিলের পরবর্তী এ তারিখ ধার্য করেন।

সবুজবাগ থানার (নারী ও শিশু) আদালতের সাধারণ নিবন্ধন শাখার সদস্য আতিয়ার রহমান এ তথ্য জানান।

গত ১১ সেপ্টেম্বর শ্লীলতাহানির একটি ভিডিও ভাইরাল হওয়ার পর ওই নারী সবুজবাগ থানায় চিত্তরঞ্জন দাসের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।

মামলা দায়েরের দুই দিন পর ১৩ সেপ্টেম্বর আত্মসমর্পণ করে জামিন নেন চিত্তরঞ্জন দাস। জামিন নিয়ে বাদীকে হুমকি দেওয়ার অভিযোগে ১৪ অক্টোবর জামিন বাতিল করে তাকে কারাগারে পাঠানো হয়। সাত দিন কারাভোগের পর ২১ অক্টোবর আবার জামিন পান চিত্তরঞ্জন দাস।

ঢাকা/মামুন/ইভা 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়