ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

হাতিরঝিল থেকে নারীর মরদেহ উদ্ধার

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:০৫, ২৫ ফেব্রুয়ারি ২০২২  
হাতিরঝিল থেকে নারীর মরদেহ উদ্ধার

রাজধানীর হাতিরঝিল লেক থেকে আসমা বেগম (৫০) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে হাতিরঝিল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুর রশিদ রাইজিংবিডিকে এ তথ্য জানিয়েছেন।

আরো পড়ুন:

হাতিরঝিল লেকে এক নারীর লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে নিয়েছে।

হাতিরঝিল থানার ওসি জানিয়েছেন, শুক্রবার দুপুর ১২টার দিকে হাতিরঝিল লেকে থেকে ওই নারীর মরদেহ ভাসতে দেখেন স্থানীয় লোকজন। সেখান থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়। তার শরীরের কোথাও আঘাতের চিহ্ন ছিল না। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

আসমা বেগমের গ্রামের বাড়ি লালমনিরহাটে বলে জানা গেছে।

মাকসুদ/রফিক

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়