ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বঙ্গবন্ধু স্টেডিয়াম এলাকা থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২০, ১৪ জুলাই ২০২২  
বঙ্গবন্ধু স্টেডিয়াম এলাকা থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার

রাজধানীর বঙ্গবন্ধু স্টেডিয়াম এলাকা থেকে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে নিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (১৪ জুলাই) দুপুরে পল্টন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সালাউদ্দিন রাইজিংবিডিকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আরো পড়ুন:

তিনি বলেন, ‘বৃহস্পতিবার সকাল ১০টার দিকে বঙ্গবন্ধু স্টেডিয়াম সংলগ্ন শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্সের সামনে থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। তার পরিচয় জানা যায়নি।’

স্থানীয়রা জানিয়েছেন, ওই নারী নানা রোগে আক্রান্ত ছিলেন। বৃহস্পতিবার সকালে আরও বেশি অসুস্থ হয়ে পড়লে তিনি ঘটনাস্থলেই মারা যান।

পুলিশ জানিয়েছে, ওই বৃদ্ধা ভবঘুরে ছিলেন। পরিচয় নিশ্চিত হতে তার ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হয়েছে। স্বজনদের খোঁজ না পেলে তার মরদেহ আঞ্জুমান মফিদুল ইসলামের মাধ্যমে দাফন করা হবে।

মাকসুদ/রফিক

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়