ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

বেতারের উপ-আঞ্চলিক পরিচালক রফিকুলের দুর্নীতি অনুসন্ধানে দুদক

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪২, ৪ আগস্ট ২০২২  
বেতারের উপ-আঞ্চলিক পরিচালক রফিকুলের দুর্নীতি অনুসন্ধানে দুদক

অর্থ আত্মসাৎসহ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বাংলাদেশ বেতারের উপ-আঞ্চলিক পরিচালক মো. রফিকুল ইসলামের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (৪ আগস্ট) দুদকের এক সূত্র রাইজিংবিডিকে এ তথ‌্য জানিয়েছে।

বাংলাদেশ বেতারের উপ-আঞ্চলিক পরিচালক মো. রফিকুল ইসলামের বিরুদ্ধে বিভিন্ন তহবিল থেকে অর্থ আত্মসাৎসহ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ জমা পড়ে দুদকে।

সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে দুদকের যাচাই-বাছাই কমিটিকে অনুসন্ধানের সুপারিশ কর হয়। সম্প্রতি বিষয়টি অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক। দুদকের বরিশাল অফিসকে একজন অনুসন্ধান কর্মকর্তা নিয়োগ দিতে বলা হয়। অনুসন্ধান শেষ করে নির্ধারিত সময়ের মধ্যে প্রতিবেদন পাঠানোর নির্দেশনা দিয়েছে দুর্নীতি দমন কমিশন।

নঈমুদ্দীন/রফিক

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়