ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

হাওয়া সিনেমার পরিচালকের নামে মামলার আবেদন

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:১৫, ১৭ আগস্ট ২০২২  
হাওয়া সিনেমার পরিচালকের নামে মামলার আবেদন

হাওয়া সিনেমার পরিচালক মেজবাউর রহমান সুমনের নামে ঢাকার আদালতে একটি মামলার আবেদন করা হয়েছে।

বুধবার (১৭ আগস্ট) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএস) আদালতে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিদর্শক নারগিস সুলতানা বাদী হয়ে এ আবেদন করেন। 

বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিদর্শক অসীম কুমার মল্লিক সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন। 

তিনি বলেন, বুধবার মামলার আবেদন জমা দেওয়া হয়েছে। হাওয়া সিনেমায় শালিক নিয়ে দেখানো বিতর্কিত দৃশ্য নিয়ে এই মামলা হয়েছে। মামলার শুনানি পরবর্তী কর্মদিবসে হবে। 

গত ২৯ জুলাই হাওয়া সিনেমাটি মুক্তি পায়। মুক্তির পর একটি জাতীয় দৈনিকে প্রকাশিত চলচ্চিত্রটির রিভিউতে জানা যায়, এই চলচ্চিত্রে একটি শালিক পাখিকে হত্যা করে চিবিয়ে খেয়েছেন অভিনেতা চঞ্চল চৌধুরী।

ঢাকা/মামুন/এনএইচ

সর্বশেষ

পাঠকপ্রিয়