ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

যাত্রাবাড়ীতে দুই গ্রুপের সংঘর্ষ, যুবক নিহত

প্রকাশিত: ০৯:০৯, ২৪ জানুয়ারি ২০২৩   আপডেট: ০৯:১৮, ২৪ জানুয়ারি ২০২৩
যাত্রাবাড়ীতে দুই গ্রুপের সংঘর্ষ, যুবক নিহত

রাজধানীর দক্ষিণ যাত্রাবাড়ীর কাঁচামালের আড়তে দুই গ্রুপের  সংঘর্ষে ছুরিকাঘাতে ইমরান হোসেন  (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। শাহাদাত (২০) ও সিদ্দিক (২৫) নামে আরও  দুই যুবক আহত হয়েছেন। 

সোমবার (২৩ জানুয়ারি) রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। 

আরো পড়ুন:

ইমরানের স্ত্রী পাপি আক্তার বলেন, সোমবার রাত ১১টার দিকে  দক্ষিণ যাত্রাবাড়ী বড়বাজার কাঁচামালের আড়তে দুই গ্রুপের সংঘর্ষ হয়। ওই বাজারে ডিউটিরত অবস্থায় কয়েক জন  যুবক তাদের ওপর হামলা চালায়। তিন জনকেই ছুরিকাঘাত করা হয়। তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিক‌্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ইমরানকে রাত সাড়ে ১২টার দিকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, বেশ কিছুদিন ধরে শুনছিলাম, ওই বাজারটি  আরেকটি গ্রুপ দখল নেওয়ার চেষ্টা চালাচ্ছে, এটা নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল।

ঢামেক পুলিশ ক‌্যাম্পের পরিদর্শক মোহাম্মদ বাচ্চু মিয়া বলেন, যাত্রাবাড়ী থেকে তিন যুবক আহত অবস্থায় ঢাকা মেডিক‌্যাল নিয়ে আসলে ইমরান মারা যান। দুই জন চিকিৎসাধীন রয়েছেন। 

ঢাকা/বুলবুল/ইভা 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়