ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

প্রযোজক রহমত উল্ল্যাহর বিরুদ্ধে শাকিবের অভিযোগ খতিয়ে দেখবে ডিবি

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৩১, ১৯ মার্চ ২০২৩   আপডেট: ২২:০৫, ১৯ মার্চ ২০২৩
প্রযোজক রহমত উল্ল্যাহর বিরুদ্ধে শাকিবের অভিযোগ খতিয়ে দেখবে ডিবি

ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদ

ঢাকাই সিনেমার তারকা অভিনেতা শাকিব খানের বিরুদ্ধে ‘ধর্ষণ’ এর অভিযোগ তুলেছেন এক প্রযোজক। তবে এই অভিযোগকে সম্পূর্ণ মিথ্য দাবি করে ওই প্রযোজকের বিরুদ্ধে মানহানির মামলা করতে গতকাল শনিবার (১৮ মার্চ) রাতে গুলশান থানায় যান শাকিব। কিন্তু থানা পুলিশ মামলা না নেওয়ায়, আজ তিনি ডিবি কার্যালয়ে আসেন বিকেলে। ডিবি পুলিশের কাছে তিনি ‘অপারেশন অগ্নিপথ’ সিনেমার অন্যতম প্রযোজক রহমত উল্ল্যাহের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন। 

ডিবি পুলিশ জানিয়েছে, নায়ক শাকিবের অভিযোগ তদন্ত করে দেখা হবে।

নায়ক শাকিব চলে যাওয়ার পর তার অভিযোগ সম্পর্কে জানতে চাইলে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদ সাংবাদিকদের বলেন, অভিনেতা শাকিব খান একটি লিখিত অভিযোগ নিয়ে এসেছিলেন। তার আগে তিনি আমাকে ফোন করে যোগাযোগ করেছিলেন।

তিনি ফোনে বলেন, ডিবি পুলিশ অনেক চাঞ্চল্যকর ঘটনা তদন্ত করে, তার একটি ব্যক্তিগত অভিযোগ রয়েছে, সেটি তিনি আমাদেরকে জানাতে চান। আমি তাকে আসতে বললে তিনি আসেন। একটি লিখিত অভিযোগসহ ডিবি কার্যালয়ে আসেন নায়ক শাকিব।

ডিএমপি’র গোয়েন্দা প্রধান হারুন বলেন, আবেদনে শাকিব বলেছেন, রহমত উল্ল্যাহ কোনো প্রযোজক না। রহমত উল্ল্যাহ প্রযোজক না হয়েও মিথ্যা পরিচয় দিয়ে তার বিরুদ্ধে আজেবাজে, মিথ্যা কথা ও প্রপাগান্ডা ছড়িয়েছেন। আমি বলেছি, আপনি লিখিত আবেদন দিয়ে যান, আমরা সেটা খতিয়ে দেখব, তদন্ত করে দেখবো। তদন্তে নায়ক শাকিবের করা লিখিত অভিযোগের সত্যতা মিলে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করবো। 

নায়ক শাকিব খান আমাদের কাছে দ্রুত এসেছেন কারণ, তিনি আশঙ্কা করেছেন যে, যার বিরুদ্ধে তার অভিযোগ সেই কথিত প্রযোজক রহমত উল্ল্যাহ দেশ ছেড়ে পালাতে পারেন, এরকম কথা তিনি নাকি শুনেছেন। নায়ক শাকিব খানের দাবি, রহমত উল্ল্যাহ কোনো প্রযোজক না, তার অস্ট্রেলিয়ান পাসপোর্ট রয়েছে। তার দাবি, রহমত উল্ল্যাহ যেন পালাতে না পারে। 

আমরা বলেছি, আমরা আপনার অভিযোগ তাৎক্ষণিক তদন্ত করে দেখবো। বাংলাদেশে আছে কিনা তাও তদন্ত করে দেখা হবে।

মাকসুদ/ফিরোজ

সর্বশেষ

পাঠকপ্রিয়