ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ঢাবি শিক্ষার্থীকে মারধর: প্রলয় গ্যাংয়ের দুই সদস্য কারাগারে

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:২৪, ২৭ মার্চ ২০২৩  
ঢাবি শিক্ষার্থীকে মারধর: প্রলয় গ্যাংয়ের দুই সদস্য কারাগারে

ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থীকে মারধরের মামলায় গ্রেপ্তার একই বিশ্ববিদ্যালয়ের প্রলয় গ্যাংয়ের দুই সদস্যকে কারাগারে পাঠানো হয়েছে।

সোমবার (২৭ মার্চ) মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার উপ-পরিদর্শক (নিরস্ত্র) রাশেদুল আলম আসামি নাঈমুর রহমান দুর্জয় ও সাকিব ফেরদৌসকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন । ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আহমেদ তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

আরো পড়ুন:

আদালতে সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা উপ-পরিদর্শক নিজাম উদ্দিন ফকির এসব তথ্য জানিয়েছেন।

রোববার শাহবাগ থানায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০ ছাত্রের নাম উল্লেখসহ অজ্ঞাত ৬-৭ জনের বিরুদ্ধে হত্যার উদ্দেশ্যে হামলার অভিযোগে মামলা করেন ভুক্তভোগী ছাত্র জোবায়ের ইবনে হুমায়ুনের মা সাদিয়া আফরোজ খান।

মামলার অভিযোগে বলা হয়, জোবায়েরকে হত্যার উদ্দেশ্যে স্ট্যাম্প, রড, বেল্ট ও লাঠি দিয়ে এলোপাতাড়ি মারধর করেন অভিযুক্তরা। এতে জোবায়েরের মাথা ও চোখে গুরুতর জখমসহ ডান পায়ের লিগামেন্ট ছিঁড়ে যায়। মারধরের সময় জোবায়েরের বন্ধুরা তাকে রক্ষা করতে গেলে তাদেরও এলোপাতাড়ি পেটায় অভিযুক্ত ব্যক্তিরা। এ সময় তাদের প্রাণনাশের হুমকিসহ ভয়-ভীতি দেখানো হয়। মারধরে জোবায়ের চেতনা হারিয়ে ফেললে অভিযুক্তরা ঘটনাস্থল ত্যাগ করে। পরে জোবায়েরকে তার বন্ধুরা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল নিয়ে চিকিৎসার ব্যবস্থা করেন।

মামুন/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়