ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

সরকারবিরোধী বৈঠক থেকে জামায়াতের ১৬ নেতাকর্মী গ্রেপ্তার

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৪৩, ২৮ মার্চ ২০২৩  
সরকারবিরোধী বৈঠক থেকে জামায়াতের ১৬ নেতাকর্মী গ্রেপ্তার

সরকারবিরোধী বৈঠক থেকে জামায়াতে ইসলামীর গুলশান পূর্ব শাখার সভাপতি হোসাইন বিন মানসুরসহ ১৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৮টি ককটেল, ২০টি সদস্য ফরম ও ৩২টি লিফলেট জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (২৮ মার্চ) সন্ধ্যায় গুলশান থানার অফিসার ইনচার্জ (ওসি) বি এম ফরমান আলী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সোমবার (২৭ মার্চ) রাত ১০টা ১৫ মিনিটের দিকে গুলশানের শাহজাদপুরের একটি ভবনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তারা ভাড়া করা অফিসে সরকারের ভাবমূর্তি নস্যাৎ করাসহ জামায়াতে ইসলামীর সরকারবিরোধী এজেন্ডা বাস্তবায়ন ও সরকারকে বেকায়দায় ফেলতে করণীয় বিষয়ে আলোচনা করছিল।

পুলিশ জানায়, গ্রেপ্তার ১৬ নেতাকর্মীসহ অন্যরা দলবদ্ধ হয়ে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্নসহ রাষ্ট্রীয় সম্পদ ও জনগণের জানমালের ক্ষতি করার প্রস্তুতি নিচ্ছিল। তাদের আদালতের মাধ্যমে রিমান্ডে নিয়ে আরও জিজ্ঞাসাবাদ করে তথ্য আদায় করা হবে।

মাকসুদ/রফিক

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়