ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

‘ব্যবসায়ীদের দ্বন্দ্বের কারণে আগুন কি না, খতিয়ে দেখা হচ্ছে’

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪৪, ৮ এপ্রিল ২০২৩   আপডেট: ১৭:৪৫, ৮ এপ্রিল ২০২৩
‘ব্যবসায়ীদের দ্বন্দ্বের কারণে আগুন কি না, খতিয়ে দেখা হচ্ছে’

ফাইল ছবি

রাজধানীর বঙ্গবাজারে ব্যবসায়ীদের দ্বন্দ্বের কারণে আগুন লাগার ঘটনা ঘটেছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

শনিবার (৮ এপ্রিল) এফডিসিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক এ কথা জানান।

আরো পড়ুন:

তিনি বলেন, বঙ্গবাজারে বহুতল ভবন নিয়ে ব্যবসায়ীদের মধ্যে বিরোধ ছিল। এই দ্বন্দ্বের কারণে আগুন লাগে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। আগুন লাগার কারণও ফায়ার সার্ভিস তদন্ত করছে। এছাড়া ফায়ার সার্ভিসের অফিসে হামলায় ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের উদ্দেশ্য খতিয়ে দেখা হচ্ছে।

ছিনিয়ে নেওয়া জঙ্গিদের ধরতে কেন দেরি, এমন প্রশ্নে গোলাম ফারুক বলেন, আদালত থেকে জঙ্গি ছিনতাই নিয়ে তদন্তে তাদের আইনের আওতায় আনতে সময় লাগছে। কারণ তারা স্বাভাবিক মোবাইল বা তথ্য-প্রযুক্তি ব্যবহার করে না।

কিশোর অপরাধ নিয়ন্ত্রণ প্রসঙ্গ তুলে গোলাম ফারুক বলেন, রাজনীতিবিদরা কিশোরদের নানাভাবে ব্যবহার করায় বাড়ছে কিশোর গ্যাং কালচার। এর জন্য দরকার কঠোর শিশু আইন। যাতে তা নিয়ন্ত্রণ করা সম্ভব হয়। পাশাপাশি কোনও কিশোর অপরাধে জড়িয়ে পড়লে তার বিরুদ্ধে আইনানুগ কিংবা কিশোর আইনে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। তবে শিশু-কিশোররা যেন অপরাধে জড়াতে না পারে সেজন্য সবার আগে অভিভাবককে সচেতন হতে হবে। ছেলে কোথায় যাচ্ছে, কার সঙ্গে সময় অতিবাহিত করছে; মোবাইল নিয়ে কী করছে ইত্যাদি বিষয়গুলো বাবা-মাকে খতিয়ে দেখতে হবে।

উল্লেখ্য, গত ৪ এপ্রিল সকাল ৬টা ১০ মিনিটে রাজধানীর বঙ্গবাজারে ভয়াবহ আগুন লাগে। এতে প্রায় পাঁচ হাজারের বেশি দোকান পুড়ে ছাই হয়ে যায়।

মাকসুদ/এনএইচ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়