ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কক্সবাজারে চুলার আগুনে পুড়লো ৩ বাড়ি

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:১৪, ১৫ ডিসেম্বর ২০২৩  
কক্সবাজারে চুলার আগুনে পুড়লো ৩ বাড়ি

কক্সবাজার শহরে চুলার আগুনে পুড়ে গেছে তিনটি বসতবাড়ি। শুক্রবার (১৫ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে পৌরসভার এসএম পাড়ায় ঘটনাটি ঘটে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা। 

স্থানীয়রা জানান, নুরুল আলমের বাড়ির রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে আব্দুল হকের ছেলে সেলিম উল্লাহ, ছালামত উল্লাহ এবং মাহমুদ উল্লাহর বাড়িতে। এসময় ঘরে থাকা লোকজন দ্রুত বাইরে বেরিয়ে পড়লেও আগুনে পুড়ে যায় তিনটি বাড়ির ফ্রিজ, টেলিভিশনসহ নিত্য প্রয়োজনীয় আসবাবপত্র। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে নুরুল হকের বাড়ির কোনো ক্ষতি হয়নি বলেও জানান তারা।

আরো পড়ুন:

স্থানীয় ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শাহাব উদ্দিন সিকদার বলেন, তিনটি বাড়ি পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সহায়তার আশ্বাস দেন তিনি।

কক্সবাজার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জাহেদ চৌধুরী বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে যায়। স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ক্ষয়ক্ষতির পরিমাণ পরে জানা যাবে।

তারেকুর/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়