রড পড়ে কিশোরের মৃত্যু: শ্রমিক গ্রেপ্তার

রাজধানীর বনানী রেলগেটে এলাকায় এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওপর থেকে রড পড়ে অজ্ঞাতপরিচয় (১২) এক কিশোরের মৃত্যুর মৃত্যুর ঘটনায় ঢাকা রেলওয়ে থানায় মামলা হয়েছে। ওই মামলায় হাসান নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (৩০ মে) দুপুরে রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস আহমেদ বিশ্বাস রাইজিংবিডিকে বলেন, চুয়াডাঙ্গার বাসিন্দা হাসিব হাসান নামে একজন বাদি হয়ে মামলা করেন। মামলা নম্বর ৭। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে হাসান নামে এক শ্রমিককে গ্রেপ্তার করা হয়েছে।
/মাকসুদ/এসবি/
আরো পড়ুন