ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কবি নজরুল কলেজের ছাত্রলীগ সভাপতির লাশ উদ্ধার

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৫৪, ৩ জুন ২০২৩  
কবি নজরুল কলেজের ছাত্রলীগ সভাপতির লাশ উদ্ধার

ওয়াসিম রানা (ছবি ফেসবুক থেকে নেওয়া)

রাজধানীর কবি নজরুল সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি ওয়াসিম রানার লাশ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (২ জুন) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিক‌্যাল কলেজ হাসপাতালে (ঢামেক) নিয়ে আসলে চিকিৎসা মৃত ঘোষণা করেন। 

ঢামেক হাসপাতালে পুলিশ ফাঁড়ি ইনচার্জ ইন্সপেক্টর বাচ্চু মিয়া  এ তথ‌্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ওয়াসিম রানা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে পুলিশ ধারণা করছে। 

ওয়াসিম রানার বন্ধু ইমরান হোসেন বাবু জানান, এক বছর আগে তার বাবা মারা যান, এরপর তার ভাই ক্যান্সার আক্রান্ত ছিলো। এসব নিয়ে সে হতাশাগ্রস্ত ছিলো। গত নভেম্বরে রানা কবি নজরুল সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি পদে নির্বাচিত হয়। তিনটি বছর কষ্ট করার পরে সে এই পদ পেয়েছে। অথচ আজ সে মারা গেলো।  

ওয়াসিম রানা কবি নজরুল কলেজের ইসলামিক স্টাডি বিভাগের মাস্টার্সের ছাত্র ছিল। তিনি নিমতলীর চাংখারপুর এলাকায় ভাড়া থাকতেন। তার গ্রামের বাড়ি বাগেরহাট জেলার চিতলমারী থানায়।

ঢাকা/মাকসুদ/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়