ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মিরপুরে জনতা-পুলিশ সংঘর্ষ: ২ মামলা, আসামি সহস্রাধিক

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০৬, ৫ জুন ২০২৩   আপডেট: ১৩:০৯, ৫ জুন ২০২৩
মিরপুরে জনতা-পুলিশ সংঘর্ষ: ২ মামলা, আসামি সহস্রাধিক

ধর্মীয় কটূক্তি এবং পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় রাজধানীর কাফরুল থানায় পৃথক দুটি মামলা হয়েছে। পুলিশ বাদি হয়ে এ মামলা দুটি করে। এসব মামলায় একজনকে গ্রেপ্তার করা হলেও সহস্রাধিক অজ্ঞাত ব্যক্তিকে আসামি করার হয়েছে।

সোমবার (৫ জুন) দুপুরে মিরপুর জোনের উপপুলিশ কমিশনার জসীম উদ্দিন মোল্লা এ তথ্য জানান।

আরো পড়ুন:

তিনি রাইজিংবিডিকে বলেন, পুলিশ বাদি হয়ে দুটি মামলা করেছে। পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসা হবে।

উল্লেখ্য, রোববার (৪ জুন) সন্ধ্যার পর রাজধানীর কাফরুল থানাধীন মিরপুর-১৩ নম্বর এলাকায় এ ঘটনা ঘটে। এক ব্যক্তি তার ফেসবুকে ইসলাম ধর্ম নিয়ে কটূক্তিমূলক পোস্ট করে। এ নিয়ে স্থানীয় জনতা বিক্ষুব্ধ হয়। এ ঘটনাকে কেন্দ্র করে মিরপুরে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। 

/মাকসুদ/এসবি/

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়