ঢাকা     মঙ্গলবার   ২২ অক্টোবর ২০২৪ ||  কার্তিক ৬ ১৪৩১

মিরপুরে জনতা-পুলিশ সংঘর্ষ: ২ মামলা, আসামি সহস্রাধিক

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০৬, ৫ জুন ২০২৩   আপডেট: ১৩:০৯, ৫ জুন ২০২৩
মিরপুরে জনতা-পুলিশ সংঘর্ষ: ২ মামলা, আসামি সহস্রাধিক

ধর্মীয় কটূক্তি এবং পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় রাজধানীর কাফরুল থানায় পৃথক দুটি মামলা হয়েছে। পুলিশ বাদি হয়ে এ মামলা দুটি করে। এসব মামলায় একজনকে গ্রেপ্তার করা হলেও সহস্রাধিক অজ্ঞাত ব্যক্তিকে আসামি করার হয়েছে।

সোমবার (৫ জুন) দুপুরে মিরপুর জোনের উপপুলিশ কমিশনার জসীম উদ্দিন মোল্লা এ তথ্য জানান।

তিনি রাইজিংবিডিকে বলেন, পুলিশ বাদি হয়ে দুটি মামলা করেছে। পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসা হবে।

আরো পড়ুন:

উল্লেখ্য, রোববার (৪ জুন) সন্ধ্যার পর রাজধানীর কাফরুল থানাধীন মিরপুর-১৩ নম্বর এলাকায় এ ঘটনা ঘটে। এক ব্যক্তি তার ফেসবুকে ইসলাম ধর্ম নিয়ে কটূক্তিমূলক পোস্ট করে। এ নিয়ে স্থানীয় জনতা বিক্ষুব্ধ হয়। এ ঘটনাকে কেন্দ্র করে মিরপুরে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। 

/মাকসুদ/এসবি/

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়