ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

এনু-রুপনের জামিন নামঞ্জুর

নিজস্ব প্রতিবেদক  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩৭, ৫ জুন ২০২৩   আপডেট: ১৩:৪২, ৫ জুন ২০২৩
এনু-রুপনের জামিন নামঞ্জুর

অবৈধ সম্পদ অর্জনের মামলায় গেন্ডারিয়া থানা আওয়ামী লীগের সাবেক নেতা এনামুল হক এনু, তার ভাই রুপন ভূঁইয়া ও ওয়ান্ডারার্স ক্লাবের সেক্রেটারি জয় গোপাল সরকারকে জামিন দেননি আদালত।

সোমবার (৫ জুন) ঢাকার বিশেষ জজ আদালত-১০ এর বিচারক মোহাম্মাদ নজরুল ইসলামের আদালত শুনানি শেষে জামিন আবেদন নাকচ করেন।

এনু ও রুপনের পক্ষে ঢাকা বারের সাবেক সাধারণ সম্পাদক ফিরোজুর রহমান মন্টু, জয় গোপালের পক্ষে সাবেক খাদ্যমন্ত্রী সংসদ সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম ও কাজী নজিব উল্যাহ হিরু জামিন শুনানি করে। রাষ্ট্রপক্ষের আইনজীবী আজাদ রহমান জামিনের বিরোধীতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত তাদের জামিন নামঞ্জুরের আদেশ দেন।

এদিকে, এদিন মামলা সাক্ষ্য গ্রহণের জন্য ধার্য ছিল। কিন্তু এদিন কোনো সাক্ষী আদালতে হাজির হননি। এজন্য আদালত আগামী ১২ জুন সাক্ষ্যগ্রহণের পরবর্তী তারিখ ধার্য করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী আজাদ রহমান এসব তথ্য জানান।

উল্লেখ্য, এ মামলায় এই তিন জনসহ মোট আসামি ১০ জন।

অপর আসামিরা হলেন, এনু ও রুপনের ভাই মিরাজুল হক ভুইয়া শিপলু, রাশিদুল হক ভুইয়া, শহিদুল হক ভুইয়া, ওয়ান্ডারার্স ক্লাবের কেয়ারটেকার নবী হোসেন শিকদার, বলবয় সাইফুল ইসলাম ও তাদের সহযোগী পাভেল রহমান ও তুহিন মুনসি।

 ক্যাসিনো বিরোধী অভিযানের অংশ হিসেবে ২০১৯ সালের ২৪ সেপ্টেম্বর এনামুল হক এনু ও রুপনের বাসায় অভিযান চালায় র‌্যাব। 

অভিযানে এনুর বাসা থেকে নগদ ৮৮ লাখ ৩৫ হাজার ৮০০ টাকা এবং এক কোটি ২০ লাখ টাকা মূল্যমানের ২ কেজির বেশি ওজনের ১৯ প্রকার স্বর্ণালঙ্কার উদ্ধার হয়। 

অন্যদিকে, রুপনের বসা থেকে নগদ ১৭ লাখ ১৬ হাজার ৩শ টাকা এবং স্বর্ণ ২ কেটি ৫০ লাখ টাকা মূল্যমানের স্বর্ণালংকার উদ্ধার হয়। পরে ওই ঘটনার পর এনু ও রুপনের বিরুদ্ধে সূত্রাপুর, ওয়ারী এবং গেন্ডারিয়া থানায় একটি মানিলন্ডারিং, অবৈধ সম্পদ অর্জনসহ বিভিন্ন অভিযোগে সাতটি মামলা দায়ের করা হয়। 

 

ঢাকা/মামুন/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়