ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

তেলাপোকা মারার ওষুধের বিষক্রিয়ায় দুজনের মৃত্যু: মামলা করলেন বাবা

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২৩:০৮, ৫ জুন ২০২৩   আপডেট: ২৩:০৯, ৫ জুন ২০২৩
তেলাপোকা মারার ওষুধের বিষক্রিয়ায় দুজনের মৃত্যু: মামলা করলেন বাবা

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় তেলাপোকা মারার ওষুধের বিষক্রিয়ায় দুই শিশুর মৃত্যুর ঘটনায় ভাটারা থানায় মামলা দায়ের করেছেন তাদের বাবা মোবারক হোসেন। সোমবার (৫ জুন) রাতে এ প্রতিবেদন লেখা পর্যন্ত পুলিশ আসামিদের গ্রেপ্তার করতে পারেনি। 

ভাটারা থানার অফিসার ইনচার্জ (ওসি) এ বি এম আসাদুজ্জামান রাইজিংবিডিকে বলেছেন, 
দুই শিশুর বাবা মোবারক হোসেন বাদী হয়ে মামলাটি করেছেন। দ্য পেস্ট কন্ট্রোল নামের একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করা হয়েছে। আমরা ইতোমধ্যে অভিযুক্তদের শনাক্ত করেছি। তাদের গ্রেপ্তারে আমাদের অভিযান চলছে। প্রাথমিকভাবে জানতে পেরেছি, দুই শিশুর মৃত্যু হয়েছে বিষক্রিয়াজনিত কারণে। 

নিহতদের পরিবার সূত্রে জানা গেছে, শুক্রবার (২ জুন) বসুন্ধরার আই বক্লের একটি বাসায় পেস্ট কন্ট্রোল সার্ভিসের কর্মীরা এসে তেলাপোকা মারার ওষুধ স্প্রে করে যান। পরে ওই বাসার বাসিন্দারা বাসায় ঢুকে অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুই শিশুর মৃত্যু হয়। 

নিহতের খালা ডা. রওনক জাহান রোজি গণমাধ্যমের কাছে অভিযোগ করেছেন, পেস্ট কন্ট্রোল সার্ভিসের অদক্ষ কর্মীদের কারণে এ দুর্ঘটনা ঘটেছে।

মাকসুদ/রফিক 

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়