ঢাকা     সোমবার   ১১ ডিসেম্বর ২০২৩ ||  অগ্রহায়ণ ২৬ ১৪৩০

সম্রাটের বিদেশ গমনের নিষেধাজ্ঞা প্রত্যাহারের আবেদন নথিভুক্ত

নিজস্ব প্রতিবেদক  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২৮, ২ অক্টোবর ২০২৩   আপডেট: ১৪:৩৪, ২ অক্টোবর ২০২৩
সম্রাটের বিদেশ গমনের নিষেধাজ্ঞা প্রত্যাহারের আবেদন নথিভুক্ত

ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটের বিদেশ গমনের নিষেধাজ্ঞা প্রত্যাহারের আবেদন নথিভুক্ত করেছেন আদালত।

সোমবার (২ অক্টোবর) ঢাকার বিশেষ আদালত-৬ এর বিচারক মঞ্জুরুল ইমামের আদালত এ আদেশ দেন।

গত ২৮ আগস্ট সম্রাট বিদেশ গমনের নিষেধাজ্ঞা প্রত্যাহারের আবেদন করেন। এদিন এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হয়। সম্রাটের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী এহেসানুল হক সমাজী। তিনি নিষেধাজ্ঞা প্রত্যাহারের আবেদন করেন। শুনানি শেষে আদালত আবেদনটি নথিভুক্ত করে রাখেন।

এদিকে এদিন চার্জ শুনানির জন্য প্রস্তুত নন জানিয়ে শুনানি পেছানোর আবেদন তিনি। আদালত সময় আবেদন মঞ্জুর করে আগামী ১৫ জানুয়ারি চার্জ শুনানির পরবর্তী তারিখ ধার্য করেন।

একই সঙ্গে সম্রাটের জামিন স্থায়ী করার আবেদন করেন এহেসানুল হক সমাজী। আদালত এ বিষয়ে কোনো আদেশ না দিয়ে আগামী ধার্য তারিখ পর্যন্ত তার জামিন বর্ধিত করেন।

সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী জাহিদুর ইসলাম এসব তথ্য নিশ্চিত।

জানা গেছে, ২০১৯ সালের ১২ নভেম্বর দুদকের উপ-পরিচালক মো. জাহাঙ্গীর আলম দুই কোটি ৯৪ লাখ ৮০ হাজার ৮৭ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সম্রাটের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। 

২০২০ সালের ২৬ নভেম্বর মামলাটি তদন্ত করে  সম্রাটের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন দুদকের উপ-পরিচালক মো. জাহাঙ্গীর আলম।

ঢাকা/মামুন/ইভা 

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়