ঢাকা     শুক্রবার   ১৩ সেপ্টেম্বর ২০২৪ ||  ভাদ্র ২৯ ১৪৩১

‘অবৈধ অস্ত্রের ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক আছে’

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৪৬, ২ অক্টোবর ২০২৩  
‘অবৈধ অস্ত্রের ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক আছে’

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল (ফাইল ফটো)

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, নির্বাচনের সময় উত্তেজনাকর পরিবেশ থাকে। এ সময় অবৈধ অস্ত্রের ব্যবহার যেন না হয়, সে বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে আছে।

সোমবার (২ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর উত্তরায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। 

মন্ত্রী বলেন, রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার পাশাপাশি জনগণের জান-মালের নিরাপত্তা দিতে সরকার কাজ করছে। আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিটি ইউনিট সমন্বয়ের মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করেছে। এ কারণে বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। জাতীয় সংসদ নির্বাচন আসন্ন। এ সময় যেন আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটে, কেউ যেন অবৈধ অস্ত্র ব্যবহার করতে না পারে, সে বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।

সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ঢাকায় ছিনতাই বেড়েছে। অনেক ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে। 

মাকসুদ/রফিক 


সর্বশেষ

পাঠকপ্রিয়