ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সার্জেন্টকে মারধরের মামলায় মা-মেয়ের জামিন

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:২৭, ৩ অক্টোবর ২০২৩  
সার্জেন্টকে মারধরের মামলায় মা-মেয়ের জামিন

ছবি: প্রতীকী

রাজধানীর মোহাম্মদপুরের শিয়া মসজিদ এলাকায় পুলিশের সার্জেন্টকে মারধরের মামলায় জামিন পেয়েছেন দিলারা আক্তার (৫০) ও তার মেয়ে তাসফিয়া ইসলাম (২২)।

মঙ্গলবার (৩ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসানের আদালতে মা ও মেয়ের জামিন আবেদন করেন তাদের আইনজীবী। শুনানি শেষে আদালত পাঁচ হাজার টাকা মুচলেকায় তাদের জামিন মঞ্জুর করেন। 

মোহাম্মদপুর থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার উপ-পরিদর্শক এশারত আলী জামিনের তথ্য নিশ্চিত করেন। 

জানা গেছে, গত ২৬ সেপ্টেম্বর অবৈধ গাড়ি পার্কিংয়ের জন্য গাড়িমালিক দিলারা খাতুনকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন সার্জেন্ট হালিমা খাতুন। এরপর পুলিশ বক্সে গিয়ে দিলারা ও তার মেয়ে তাসফিয়া সার্জেন্ট হালিমাকে কিল, ঘুসি ও থাপ্পড় মারতে শুরু করেন এবং হুমকি দেন। এ ঘটনায় ২৭ সেপ্টেম্বর ওই সার্জেন্ট মোহাম্মদপুর থানায় মামলা দায়ের করেন।

ঢাকা/মামুন/এনএইচ

সর্বশেষ

পাঠকপ্রিয়