ঢাকা     সোমবার   ১৬ সেপ্টেম্বর ২০২৪ ||  আশ্বিন ১ ১৪৩১

রাজধানীতে ককটেল বিস্ফোরণ, আহত ২ 

প্রকাশিত: ১০:৪৬, ২৯ নভেম্বর ২০২৩   আপডেট: ১০:৪৯, ২৯ নভেম্বর ২০২৩
রাজধানীতে ককটেল বিস্ফোরণ, আহত ২ 

রাজধানীর শান্তিনগর বেইলি রোডে দুর্বৃত্তদের ছোঁড়া ককটেল বিস্ফোরণে দুই যুবক আহত হয়েছেন। 

মঙ্গলবার (২৮ নভেম্বর) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। 

আহতরা হলেন, শাকিল হোসেন (২৬) ও আশিকুর রহমান (৩০)।

আহতদের সহকর্মী সবুজ হাসান জানান, শাকিল ও আশিকুর বেইলি রোডে একটি পোশাকের শোরুমে চাকরি করেন। গতরাতে বেইলি রোড মোড়ে বাসের জন‍্য অপেক্ষা করছিলেন, তখন হঠাৎ করে বিকট শব্দে ককটেল বিস্ফোরণ ঘটে। এতে তারা দুজনে আহত হন। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেন তাদের।

ঢামেক পুলিশ ক্যাম্প ইনচার্জ বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

ঢাকা/ইভা 


সর্বশেষ

পাঠকপ্রিয়