শাহবাগে যাত্রীবাহী বাসে আগুন
ফাইল ফটো
রাজধানীর শাহবাগে যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে এনেছেন।
বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) দুপুর পৌনে ২টায় তরঙ্গ পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে পুরো বাসটি পুড়ে গেছে।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনারুল ইসলাম রাইজিংবিডিকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
বাসে আগুন লাগার পরপরই যাত্রীরা দ্রুত নেমে যান। এ ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি।
মাকসুদ/রফিক