ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

অবৈধ সম্পদ: ফাঁসছেন এমজিএইচ গ্রুপের নির্বাহী কর্মকর্তা আনিস

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৩৫, ২৫ মার্চ ২০২৪   আপডেট: ২০:২৮, ২৫ মার্চ ২০২৪
অবৈধ সম্পদ: ফাঁসছেন এমজিএইচ গ্রুপের নির্বাহী কর্মকর্তা আনিস

এমজিএইচ গ্রুপের নির্বাহী কর্মকর্তা আনিস আহমেদের বিরুদ্ধে ১৭ কোটি ২২ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের চূড়ান্ত প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাকে আসামি করে চার্জশিট অনুমোদন দিয়েছে সংস্থাটি। সোমবার (২৫ মার্চ) দুদকের প্রধান কার্যালয় থেকে এ অনুমোদন দেওয়া হয়।

দুদকের সচিব খোরশেদা ইয়াসমিন জানিয়েছেন, আসামির বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারায় এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারায় চার্জশিট দাখিলের অনুমোদন দেওয়া হয়েছে। তদন্ত কর্মকর্তা দুদকের উপ-পরিচালক সৈয়দ নজরুল ইসলাম আদালতে এটি দাখিল করবেন।

১৩৬ কোটি ২ লাখ ৭৭ হাজার ৪০০ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও নিজ ভোগদখলে রাখার অভিযোগে ২০২২ সালের ২৮ ডিসেম্বর আনিস আহমেদের বিরুদ্ধে মামলা করে দুদক। তদন্তকালে এমজিএইচ গ্রুপের অধীন বিভিন্ন কোম্পানি থেকে আয়, সি ফ্রেইট বিজনেস ও আউটসোর্সিং সফট্ওয়্যার সাবস্ক্রিপশন ফি থেকে মোট ১১৮ কোটি ৮০ লাখ ৬ হাজার ৬২১ টাকার গ্রহণযোগ্য আয়ের উৎস পাওয়া যায়। অবশিষ্ট ১৭ কোটি ২২ লাখ ৭০ হাজার ৭৭৯ টাকা আসামি অসৎ উদ্দেশ্যে অর্জন করেছেন বলে প্রমাণিত হয়।

নঈমুদ্দীন/রফিক

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়