ঢাকা     সোমবার   ০৮ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নৌবাহিনীতে ফিরলেন কমান্ডার খন্দকার আল মঈন

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪৬, ১৯ এপ্রিল ২০২৪  
নৌবাহিনীতে ফিরলেন কমান্ডার খন্দকার আল মঈন

কমান্ডার খন্দকার আল মঈন

নৌ-বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। গতকাল বৃহস্পতিবার (১৮ এপ্রিল) তিনি দায়িত্ব হস্তান্তর করেন। এদিন তিনি স্বপদে যোগদানের উদ্দেশে চট্টগ্রামে রওনা হন।

বাহিনীর আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক ইমরান খান এ তথ্য নিশ্চিত করেছেন। তবে এখনও কমান্ডার মঈনের স্থলাভিষিক্ত হিসেবে নতুন কাউকে মুখপাত্রের দায়িত্ব দেওয়া হয়নি বলে জানান তিনি।

আরো পড়ুন:

দীর্ঘ তিন বছরের বেশি সময় মুখপাত্রের দায়িত্ব পালন করা খন্দকার আল মঈন ২০২১ সালের ২৫ মার্চে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক হন। সে সময় তিনি বিদায়ী পরিচালক লে. কর্নেল আশিক বিল্লাহর কাছ থেকে দায়িত্ব বুঝে নেন।

বিদায়ী মুখপাত্র কমান্ডার খন্দকার আল মঈন জানান, দীর্ঘদিন আইন ও গণমাধ্যম শাখায় কর্মরত থাকা অবস্থায় গণমাধ্যমকর্মীরা আন্তরিকভাবে সহযোগিতা করেছেন, পাশে থেকেছেন, ভালোবাসা দিয়েছেন। এজন্য তিনি সবার প্রতি কৃতজ্ঞ।

/মাকসুদ/সাইফ/

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়