ঢাকা     বৃহস্পতিবার   ০২ মে ২০২৪ ||  বৈশাখ ১৯ ১৪৩১

নৌবাহিনীতে ফিরলেন কমান্ডার খন্দকার আল মঈন

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪৬, ১৯ এপ্রিল ২০২৪  
নৌবাহিনীতে ফিরলেন কমান্ডার খন্দকার আল মঈন

কমান্ডার খন্দকার আল মঈন

নৌ-বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। গতকাল বৃহস্পতিবার (১৮ এপ্রিল) তিনি দায়িত্ব হস্তান্তর করেন। এদিন তিনি স্বপদে যোগদানের উদ্দেশে চট্টগ্রামে রওনা হন।

বাহিনীর আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক ইমরান খান এ তথ্য নিশ্চিত করেছেন। তবে এখনও কমান্ডার মঈনের স্থলাভিষিক্ত হিসেবে নতুন কাউকে মুখপাত্রের দায়িত্ব দেওয়া হয়নি বলে জানান তিনি।

দীর্ঘ তিন বছরের বেশি সময় মুখপাত্রের দায়িত্ব পালন করা খন্দকার আল মঈন ২০২১ সালের ২৫ মার্চে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক হন। সে সময় তিনি বিদায়ী পরিচালক লে. কর্নেল আশিক বিল্লাহর কাছ থেকে দায়িত্ব বুঝে নেন।

বিদায়ী মুখপাত্র কমান্ডার খন্দকার আল মঈন জানান, দীর্ঘদিন আইন ও গণমাধ্যম শাখায় কর্মরত থাকা অবস্থায় গণমাধ্যমকর্মীরা আন্তরিকভাবে সহযোগিতা করেছেন, পাশে থেকেছেন, ভালোবাসা দিয়েছেন। এজন্য তিনি সবার প্রতি কৃতজ্ঞ।

/মাকসুদ/সাইফ/

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়