ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ছাত্রলীগ ও কোটা আন্দোলনকারীদের সংঘর্ষ, থমথমে ঢাবি এলাকা

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২৩, ১৫ জুলাই ২০২৪   আপডেট: ১৯:২৯, ১৫ জুলাই ২০২৪
ছাত্রলীগ ও কোটা আন্দোলনকারীদের সংঘর্ষ, থমথমে ঢাবি এলাকা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ এবং কোটা আন্দোলনকারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষের সূত্রপাত বিশ্ববিদ্যালয়ের বিজয় ৭১ হলে বলে জানা গেছে। সেখান থেকে কোটা আন্দোলনকারী শিক্ষার্থীরা রাজু ভাস্কর্যের দিকে আসার সময় দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। শুরু হয় ধাওয়া-পাল্টা ধাওয়া। 

এদিকে সোমবার (১৫ জুলাই) বিকেল সাড়ে ৩টা থেকে ৪টা পর্যন্ত ধাওয়া-পাল্টা ধাওয়ার পর বিশ্ববিদ্যালয়ের টিএসসি সংলগ্ন রাজু ভাস্কর্য এলাকা থেকে উপাচার্যের বাসভবন (ভিসি চত্বর) পর্যন্ত দখলে নিয়েছে ছাত্রলীগ।

সরেজমিনে দেখা যায়, বিকেল ৩টায় আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের নেতাকর্মীদের সংঘর্ষ বাধে। এরপর দুইপক্ষ ইট-পাটকেল, লাঠিসোঁটা নিয়ে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে ছাত্রলীগের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয় এলাকায় খণ্ড খণ্ড মিছিল নিয়ে প্রবেশ করে। মিছিলে যোগ দেন ঢাকা কলেজসহ ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের আরও নেতাকর্মী।

সংঘর্ষের এক পর্যায়ে আন্দোলনকারী শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে পড়ে। এরপর ছাত্রলীগের নেতাকর্মীরা রাজু ভাস্কর্যের সামনে অবস্থান নেয়। বর্তমানে ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। তবে এ সময় ছাত্রলীগের নেতাকর্মীদের লাঠি-রড নিয়ে ক্যাম্পাসে মহড়া দিতেও দেখা গেছে।

মূলত ঘটনার সূত্রপাত হয় দুপুর ২টার দিকে, যখন ঢাবির বিজয় ৭১ হলে আন্দোলনকারীদের ছাত্রলীগের নেতাকর্মীরা আটকে রেখেছে এমন অভিযোগ পাওয়ার পর আন্দোলনকারী শিক্ষার্থীরা হল চত্বরে ও গেটের বাইরে অবস্থান নেয়। একই সময় বিজয় ৭১ হল ছাত্রলীগের সঙ্গে যোগ দেয় জিয়া হল, বঙ্গবন্ধু হল ও জসীমউদ্দিন হল ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় দুই পক্ষের ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া-পালটা ধাওয়া হয়। পরে আন্দোলনকারীরা পিছু হটলে ক্যাম্পাস দখলে নেয় ছাত্রলীগ।

এ ঘটনায় অর্ধশতাধিক শিক্ষার্থী আহত হয়েছে। তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মাকসুদ/এনএইচ 

সর্বশেষ

পাঠকপ্রিয়