রাজধানীতে সন্দেহভাজন ২ জঙ্গি গ্রেপ্তার
রাজধানীতে বোমা তৈরির সরঞ্জামসহ সন্দেহভাজন ২ জঙ্গিকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) রাতে রাজধানীর শাহআলী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের পক্ষ থেকে এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
ডিএমপি জানায়, রাজধানীর শাহ আলী এলাকা থেকে বিপুল পরিমাণ বোমা তৈরির সরঞ্জামসহ সন্দেহভাজন ২ জঙ্গিকে গ্রেপ্তার করেছে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)।
/মাকসুদ/সাইফ/