রাজশাহীর সাবেক এমপি এনামুল হক গ্রেপ্তার
জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ১২:৪৯, ১৬ সেপ্টেম্বর ২০২৪
আপডেট: ১৩:২২, ১৬ সেপ্টেম্বর ২০২৪
এনামুল হক গ্রেপ্তার। ছবি: র্যাব
রাজশাহী-৪ আসনের সাবেক সাংসদ সদস্য ইঞ্জিনিয়ার মো. এনামুল হককে রাজধানীর আদাবর থেকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (১৬ সেপ্টেম্বর) র্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস এ তথ্য জানিয়েছেন।
র্যাব-৫ এর রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার রফিকুল ইসলাম বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় বাগমারা থানায় করা একটি মামলা নিয়ে র্যাব কাজ করছিল। এনামুল হক এ মামলার এজাহারভুক্ত আসামি। তাই ঢাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে।’
রফিকুল ইসলাম বলেন, ‘রাজশাহী নিয়ে আসার পর এনামুল হককে বাগমারা থানায় হস্তান্তর করা হবে।’
/মাকসুদ/কেয়া/সাইফ/