ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণকারী আ.লীগ নেতা গ্রেপ্তার
জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ২০:৩৫, ২০ সেপ্টেম্বর ২০২৪
আপডেট: ২০:৪৬, ২০ সেপ্টেম্বর ২০২৪
র্যাবের হাতে গ্রেপ্তার শাহবাগ থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ মোশারফ হোসেন
ছাত্র-জনতার ওপর হামলা ও গুলিবর্ষণকারী শাহবাগ থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ মোশারফ হোসেনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শুক্রবার (২০ সেপ্টেম্বর) রাতে র্যাবের সদর দপ্তর থেকে মোশারফ হোসেনকে গ্রেপ্তারের তথ্য জানানো হয়েছে।
র্যাব জানায়, রাজধানীর আদাবর থানা এলাকা থেকে মোশারফকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে ভাঙচুর, হত্যাচেষ্টা, চাঁদা দাবি ও অগ্নিসংযোগের মামলা রয়েছে। ২০১৫ সালের ২০ এপ্রিল সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলার আসামি মোশারফ। তাকে থানায় সোপর্দ করা হবে।
মাকসুদ/রফিক