ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

গান বাংলার তাপস গ্রেপ্তার

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪০, ৪ নভেম্বর ২০২৪   আপডেট: ১৪:৩৫, ৪ নভেম্বর ২০২৪
গান বাংলার তাপস গ্রেপ্তার

কৌশিক হোসেন তাপস (ফাইল ফটো)

বেসরকারি টেলিভিশন গান বাংলা চ্যানেলের প্রধান নির্বাহী কৌশিক হোসেন তাপসকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (৪ নভেম্বর) গুলশান থেকে তাকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার তালেবুর রহমান রাইজিংবিডিকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, উত্তরা পশ্চিম থানায় তার বিরুদ্ধে একটি হত্যাচেষ্টা মামলা রয়েছে। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

অভিযোগ রয়েছে গান-আড্ডা-অনুষ্ঠানের আড়ালে সঙ্গীতের এই চ্যানেলটিতে বসতো মদের আসর। নিজের বিলাসি জীবনযাপন, ক্ষমতা আর প্রভাব বৃদ্ধি করতে তাপস-মুন্নি দম্পতি টার্গেট করতেন ব্যবসায়ী-রাজনীতিবিদদের। তাদের সঙ্গে সখ্য গড়ে তুলতে দাবার চাল হিসাবে দেশি-বিদেশি তারকা মডেল-সঙ্গীতশিল্পীদের ব্যবহার করতেন বলেও অভিযোগ রয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ৪ আগস্ট গান বাংলার অফিসে ভাঙচুর চালানো হয়।

এছাড়া, তাপসের বিরুদ্ধে বিবাহবহির্ভূত সম্পর্ক নিয়ে তার স্ত্রী ঢাকাই সিনেমার দুই নায়িকার সঙ্গে প্রেমের অভিযোগ করে সামাজিক মাধ্যমে জানানও দিয়েছিলেন। ফাঁস করেছিলেন তাপসের কর্মকাণ্ডের ফিরিস্তি। 

ঢাকা/মাকসুদ/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়