ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মলম পার্টির খপ্পরে সাংবাদিক

রাসেল পারভেজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২৯, ২৩ জুলাই ২০১৪   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মলম পার্টির খপ্পরে সাংবাদিক

ফাইল ফটো

ঢাবি প্রতিনিধি : মলম পার্টির খপ্পরে পড়ে টাকা-পয়সা ও ঈদ উপলক্ষে কেনা পোশাক-পরিচ্ছদ খুইয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিপোর্টার মানিক মুহাম্মদ। তিনি রেডিও টুডের (৮৯.৬ এফএম) স্টাফ রিপোর্টার। বর্তমানে তিনি ঢাকা মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন রয়েছেন তিনি।

মানিক মুহাম্মদ জানান, মলম পার্টির সদস্যরা তার কাছ থাকা নগদ ৫হাজার টাকা, দুটি মোবাইল, রেডিও টুডের বুম রেকর্ডার এবং ঈদের কেনাকাটা করা জামা-কাপড় নিয়ে গেছে।  

তিনি বলেন, মঙ্গলবার রাতে ফার্মগেট থেকে কেনাকাটার পর মিরপুর-১০ নম্বরে যান। রাত সাড়ে ১২টার দিকে ক্যাম্পাসে আসার সময় বাসের মধ্যে হঠাৎ করে অজ্ঞাত ব্যক্তি তার চোখে মলম লাগিয়ে দেয়। এরপর অজ্ঞান হয়ে পড়েন তিনি। পরে তাকে মিরপুর-১২ নম্বরে একটা দোকানের পাশে পাওয়া যায়। পরদিন অর্থাৎ বুধবার সাড়ে ১০টার দিকে একটি অচেনা নম্বর থেকে তার এক বন্ধুর কাছে ফোন করে ওই সাংবাদিক। বুধবার দুপুরে তার কয়েকজন বন্ধু ঘটনাস্থলে গিয়ে মানিককে উদ্ধার করে। পরে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এ বিষয়ে তার এক বন্ধু জানান, রাত সাড়ে ১২টার পর থেকেই মানিকের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। অনেক যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি। পরে তার জানা যায়, মিরপুর ১২ নম্বরে অজ্ঞান অবস্থায় পড়ে আছে সে।



রাইজিংবিডি/ঢাকা/২৩ জুলাই ২০১৪/রাসেল পারভেজ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়