ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

দূষণরোধে অভিযান

২৫ মামলায় সাড়ে ৫৩ লাখ টাকা জরিমানা, ৪ ইটভাটা বন্ধ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:১২, ২৩ জানুয়ারি ২০২৫   আপডেট: ১০:৩৮, ২৩ জানুয়ারি ২০২৫
২৫ মামলায় সাড়ে ৫৩ লাখ টাকা জরিমানা, ৪ ইটভাটা বন্ধ

একটি ইটভাটায় অভিযান

বায়ুদূষণ অপরা‌ধে দে‌শের বি‌ভিন্ন স্থা‌নে অ‌ভিযান চা‌লি‌য়ে ২৫টি মামলায় ৫৩ লাখ ৫১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়ে‌ছে। ২,৫৬৫ কেজি পলিথিন জব্দ করার পাশাপা‌শি ৪টি ইটভাটার কার্যক্রম বন্ধ এবং আরও ৮টি ইটভাটার বিরুদ্ধে কঠোর নির্দেশনা দেওয়া হ‌য়ে‌ছে।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উদ্যোগে ও পরিবেশ অধিদপ্তরের ব্যবস্থাপনায় বুধবার (২২ জানুয়ারি) গোপালগঞ্জ, ময়মনসিংহ, শেরপুর, সাতক্ষীরা, ফেনী, চাঁদপুর, মাদারীপুর, গাজীপুর, ঢাকা, নাটোর, নেত্রকোনায় ৯টি মোবাইল কোর্ট চা‌লা‌নো হয়।

প‌রি‌বেশ মন্ত্রণালয় জানায়, মোবাইল কোর্টের এ অভিযানে ২৫টি মামলায় ৫৩ লক্ষ ৫১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। ৪টি ইটভাটার কার্যক্রম বন্ধ করা হয়। ৮টি ইটভাটার বিরুদ্ধে কঠোর নির্দেশনা দেওয়া হয়।

চাঁদপুর, ফেনী, নাটোর, নেত্রকোনা ও গাজীপুরে নিষিদ্ধ পলিথিন নিয়ে ৫টি মোবাইল কোর্ট পরিচালিত হয়। ১১টি মামলায় ৫৩ হাজার ৯০০ টাকা জরিমানা আদায় এবং ২,৫৬৫ কেজি পলিথিন জব্দ করা হয়। কয়েকটি প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়।

ঢাকার শাহবাগ এলাকায় যানবাহনের কালো ধোঁয়া নির্গমনের বিরুদ্ধে অভিযান চালানো হয়। ২টি মামলায় ২ হাজার টাকা জরিমানা এবং ৮টি পরিবহনকে সতর্ক করা হয়।

গাজীপুরে ও ঢাকার বাংলামোটর ও মিরপুর এলাকায় নির্মাণ সামগ্রী দ্বারা বায়ুদূষণের দায়ে ৩টি মোবাইল কোর্ট অভিযান হয়। ২টি মামলায় ৭০ হাজার টাকা জরিমানা আদায় এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে সতর্ক করা হয়।

ঢাকা/নঈমুদ্দীন/টিপু 

সর্বশেষ

পাঠকপ্রিয়