ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রিমান্ড শেষে কারাগারে মোস্তফা জালাল মহিউদ্দিন 

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:২১, ২৪ জানুয়ারি ২০২৫   আপডেট: ১৮:৪৭, ২৪ জানুয়ারি ২০২৫
রিমান্ড শেষে কারাগারে মোস্তফা জালাল মহিউদ্দিন 

মোস্তফা জালাল মহিউদ্দিন (ফাইল ফটো)

বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে রাজধানীর নীলক্ষেত এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের সভাপতি ও ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য মোস্তফা জালাল মহিউদ্দিনকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।

পাঁচ দিনের রিমান্ড শেষে শুক্রবার (২৪ জানুয়ারি) তাকে আদালতে হাজির করে কারাগারে রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের (ডিবি) ধানমন্ডি জোনাল টিমের পরিদর্শক মো. আমজাদ হোসেন তালুকদার। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। মোস্তফা জালাল মহিউদ্দিনের আইনজীবী রাহুল দেবনাথ এসব তথ্য নিশ্চিত করেছেন।

গত ২০ জানুয়ারি ভোরে মোস্তফা জালাল মহিউদ্দিনকে রাজধানীর মোহাম্মদপুরের মনসুরাবাদ হাউজিং এলাকা থেকে গ্রেপ্তার করে ডিবি। সেদিন বিকেলে আদালত তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ১৯ জুলাই বিকেলে নিউ মার্কেট থানাধীন নীলক্ষেত এলাকায় পুলিশের গুলিতে ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ মারা যান। এ ঘটনায় তার শ্যালক আব্দুর রহমান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ১৩০ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় মোস্তফা জালাল মহিউদ্দিন ১২ নাম্বার এজাহারনামীয় আসামি। 

মোস্তফা জালাল মহিউদ্দিন ১৯৮১-১৯৮৩ মেয়াদে নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি ছিলেন। ২০০৮ সালে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ঢাকা-৭ আসনের সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। ২০২২ সাল থেকে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোস্তফা জালাল মহিউদ্দিন। 

ঢাকা/মামুন/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়