ঢাকা     বুধবার   ২৬ মার্চ ২০২৫ ||  চৈত্র ১৩ ১৪৩১

পুলিশি পাহারায় থেকে এবার চিঠি দিলেন ডা. এনাম

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫৮, ১২ ফেব্রুয়ারি ২০২৫   আপডেট: ১৪:০০, ১২ ফেব্রুয়ারি ২০২৫
পুলিশি পাহারায় থেকে এবার চিঠি দিলেন ডা. এনাম

আদালত প্রাঙ্গণে ডা. এনামুর রহমান

সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের পর এবার পুলিশি পাহারায় থেকে অন্য ব্যক্তিকে চিঠি দিয়েছেন সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান। 

বুধবার (১২ ফেব্রুয়ারি) ঢাকার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে পরিবারের এক সদস্যের মাধ্যমে চিঠিটি এক জনকে দিতে বলেন ডা. এনাম।

আদালত সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৯টার দিকে ডা. এনামসহ চার জনকে আদালতে হাজির করা হয়। পুলিশি পাহারায় তাদের ৯টা ৩২ মিনিটে কাঠগড়ায় তোলা হয়। এ সময় ডা. এনাম তার বাম পকেট থেকে সাদা কাগজে লেখা চিঠি বের করে এক ব্যক্তির হাতে দিয়ে বলেন, ‘চিঠিটা দিয়ে দিস’।

জানতে চাইলে ওই ব্যক্তি নিজেকে এনামুর রহমানের ভাই বলে পরিচয় দেন। তবে, চিঠি নেওয়ার বিষয়টি অস্বীকার করেন তিনি। পরে দাবি করেন, তিনি সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের জন্য আদালতে এসেছেন।

এদিকে, এদিন বাবাকে দেখতে আদালতে আসেন ডা. এনামুর রহমানের ছেলে। বাবাকে দেখে অশ্রুসিক্ত হন তিনি। তবে বাবার সঙ্গে সরাসরি কথা বলতে পারেননি। হাত ও চোখের ইশারায় কুশল বিনিময় করেন।

সাভারে এক শিক্ষার্থীকে হত্যার মামলায় বুধবার ডা. এনামুর রহমানের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। সাভার থানার আরো ৬ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে তাকে। এছাড়া, আশুলিয়া থানার এক মামলাতেও ডা. এনামকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

ঢাকা/মামুন/রফিক


সর্বশেষ

পাঠকপ্রিয়