ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

অপারেশন ডেভিল হান্ট: সারা দেশে গ্রেপ্তার ৪৭৭

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৪৫, ১৫ ফেব্রুয়ারি ২০২৫   আপডেট: ২১:০৮, ১৫ ফেব্রুয়ারি ২০২৫
অপারেশন ডেভিল হান্ট: সারা দেশে গ্রেপ্তার ৪৭৭

অপারেশন ডেভিল হান্ট অভিযানে সারাদেশে ৪৭৭ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এছাড়া অন্যান্য মামলায় পরোয়ানাভুক্ত আসামি মিলিয়ে সারাদেশে ৮৭০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার বিকেল থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় তাদের গ্রেপ্তার করা হয় বলে শনিবার (১৫ ফেব্রুয়ারি) পুলিশ সদর দপ্তর থেকে দেওয়া তথ্যে জানা গেছে।

ডেভিল হান্ট অভিযানে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, ২০ রাউন্ড গুলি, তিনটি ছুরি, দুইটি রামদা ও তিনটি হেমার উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এর আগে শুক্রবার অপারেশন ডেভিল হান্টের আওতায় ৫০৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একইদিন গ্রেপ্তার করা হয় আরো ৯৪৮ জনকে।

অপারেশন ডেভিল হান্টের আওতায় শনিবার বিকেল পর্যন্ত ৪ হাজার ৪০১ জনকে গ্রেপ্তার করা হলো।

দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে গত ৮ ফেব্রুয়ারি সারাদেশে ‘অপারেশন ডেভিল হান্ট' পরিচালনার সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার।

ঢাকা/মাকসুদ/সাইফ

সর্বশেষ

পাঠকপ্রিয়