ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

শেখ হাসিনার ব্যক্তিগত কর্মকর্তা মিজান তিন দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪৬, ৮ মে ২০২৫   আপডেট: ১৬:৫২, ৮ মে ২০২৫
শেখ হাসিনার ব্যক্তিগত কর্মকর্তা মিজান তিন দিনের রিমান্ডে

শেখ হাসিনার ব্যক্তিগত কর্মকর্তা এস এম মিজানুর রহমানের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (৮ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পার্থ ভদ্র বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদে নাশকতার মামলায় শুনানি শেষে রিমান্ডের আদেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা নিউমার্কেট থানার এসআই আশরাফুল ওমর তার ১০দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।মিজানুর রহমানের পক্ষে অ্যাডভোকেট ওবাইদুল ইসলাম রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত তার তিন দিনের রিমান্ডের আদেশ দেন।

এর আগে বুধবার (৭ মে) রাতে রাজধানীর সায়েন্স ল্যাব এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে নিউমার্কেট থানা পুলিশ।

জানা গেছে, গত বছরের ১৯ জুলাই ‘জুলাই আন্দোলন’ চলাকালে আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করতে ঢাকার নিউমার্কেট থানা এলাকায় বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এতে প্রতিষ্ঠানটির ৪ কোটি ৩ লাখ ৪০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়।এ ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র সোহাগ মিয়া গত ২৫ নভেম্বর নিউমার্কেট থানায় মামলা করেন।

ঢাকা/এম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়