ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নারায়ণগঞ্জের সাবেক মেয়র আইভী গ্রেপ্তার

নারায়ণগঞ্জ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:২৮, ৯ মে ২০২৫   আপডেট: ০৭:৫৯, ৯ মে ২০২৫
নারায়ণগঞ্জের সাবেক মেয়র আইভী গ্রেপ্তার

নারায়ণগঞ্জের নিজ বাড়ি থেকে শুক্রবার ভোরে সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তার করে পুলিশ।

বিপুল সংখ্যক নেতাকর্মীর অবরোধের মধ্যে রাতভর নাকটীয়তা শেষে গ্রেপ্তার হয়েছেন নারায়গঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী। বৃহস্পতিবার গভীর রাতে অভিযান শুরুর প্রায় ৬ ঘণ্টা পর নারায়ণগঞ্জ শহরের নিজ বাড়ি থেকে শুক্রবার ভোরে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আইভীকে গ্রেপ্তার পুলিশ অভিযান শুরু করে বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে। শহরের দেওভোগ এলাকায় আইভীর নতুন বাড়িতে প্রায় ৫০ জন পুলিশ নিয়ে শুরু হয় অভিযান। 

আরো পড়ুন:

আইভীর বাড়িতে পুলিশ যাওয়ার খবর ছড়িয়ে পড়ে মুহূর্তের মধ্যে। সঙ্গে সঙ্গে মাইকে ঘোষণা দিয়ে তার সমর্থকরা পথ অবরোধ করে অবস্থান নেয়। আইভীর বাড়ির সামনের সড়কের ১০ থেকে ১২ পয়েন্টে অবস্থান নিয়ে আইভীর গ্রেপ্তার ঠেকানোর চেষ্টা করে তারা। এসময় সড়কে বাঁশের বেড়া তুলে বাধার সৃষ্টি করে আইভীর সমর্থকরা।

অবশ্য পুলিশ কঠোর অবস্থান নেয়। আইভীর সমর্থকদের উদ্দেশে হ্যান্ডমাইক দিয়ে পুলিশ ঘোষণা করতে থাকে, “আপনার অবস্থান করুন, আর যাই করুন, আপনারা তাকে (আইভী) গ্রেপ্তার করব। আমরাও বসে থাকব।”  

আইভীর বাড়ির সমানে পুলিশের গাড়িবহর অপেক্ষা করতে দেখা যায়।

সাবেক মেয়র আইভীর বিরুদ্ধে হত্যাসহ ছয়টি মামলা রয়েছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) মো. হাসিনুজ্জামান। তিনি বলেন, “রাতে তাকে গ্রেপ্তার করতে গেলে তখন তিনি পুলিশের সঙ্গে যেতে রাজি হননি। তিনি বলেছিলেন, দিনের আলো ফুটলে যাবেন। গ্রেপ্তার প্রক্রিয়ায় তিনি সহযোগিতা করেছেন।”

আইভীকে জেলা গোয়েন্দা কার্যালয়ে নেওয়ার তথ্য দিয়েছে নারায়ণগঞ্জ পুলিশ।

ঢাকা//অনিক/রাসেল

সর্বশেষ

পাঠকপ্রিয়