ঢাকা     বুধবার   ১৭ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ২ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

চার দিনের রিমান্ডে মমতাজ

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২৪, ১৩ মে ২০২৫   আপডেট: ১৬:২৪, ১৩ মে ২০২৫
চার দিনের রিমান্ডে মমতাজ

আদালতে মমতাজ। রাইজিংবিডি

বৈষম্যবিরোধী আন্দোলনে রাজধানীর মিরপুর মডেল থানা এলাকায় মো. সাগর নামে এক হকার নিহতের মামলায় সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (১৩ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালত শুনানি শেষে রিমান্ডের আদেশ দেন।

আরো পড়ুন:

মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার সাব-ইন্সপেক্টর মনিরুল ইসলাম তাকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে শুনানি করেন। মমতাজের পক্ষে তার আইনজীবী রেজাউল করিম রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। তবে তিনি এদিন শুনানি করেননি।

শুনানি শেষে আদালত তার চার দিনের রিমান্ডে আদেশ দেন। এর আগে মঙ্গলবার রাতে রাজধানীর ধানমন্ডি থেকে মমতাজ বেগমকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মামলার সূত্রে জানা গেছে, গত ১৯ জুলাই মিরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে  অংশ নেন হকার মো. সাগর।ওইদিন বিকেল ৪টায় তিনি গুলিবিদ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় গত ২৭ নভেম্বর নিহতের মা বিউটি আক্তার মিরপুর মডেল থানায় হত্যা মামলা করেন। 

ঢাকা/এম/এসবি

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়