ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

শেখ হাসিনাকে ট্রাইব্যুনালে হাজিরে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০৬, ২৫ মে ২০২৫   আপডেট: ১৫:০৯, ২৫ মে ২০২৫
শেখ হাসিনাকে ট্রাইব্যুনালে হাজিরে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আদালত অবমাননার বিষয়ে ব্যাখ্যা দিতে হাজির হওয়ার জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একইসঙ্গে এই বিজ্ঞপ্তি প্রকাশের সাত দিনের মধ্যে শেখ হাসিনাকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ দেওয়া হয়েছে।

রবিবার (২৫ মে) ট্রাইব্যুনাল এ আদেশ দেন।

আরো পড়ুন:

আগামী ৭ দিনের মধ্যে একটি বাংলা ও একটি ইংরেজি দৈনিকে এ সংক্রান্ত বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করতে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয়কে এই নির্দেশ দেন ট্রাইব্যুনাল। বিষয়টি সাংবাদিকদের জানান প্রসিকিউটর গাজী মনোয়ার হোসেন।

তিনি জানান, ‘২২৭ জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি’- ভারত থেকে শেখ হাসিনা এই বক্তব্য দেওয়ার মাধ্যমে বিচারকাজ বাধাগ্রস্ত করা এবং হুমকির অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে কয়েক দিন আগে আদালত অবমাননার অভিযোগ এনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) তদন্ত দল একটি অভিযোগ দায়ের করেন।

তিনি জানান, এসময়, বিচারকাজে বাধা দেওয়ার অভিযোগ কেন আনা হবে না, তার ব্যাখ্যা দিতে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। 

উল্লেখ্য, ‘২২৭টি মামলা হয়েছে, ২২৭ জনকে হত্যার লাইসেন্স পেয়েছি’- শেখ হাসিনার দেওয়া এমন অডিও বক্তব্যের প্রমাণ পেয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্তকারীরা।

ঢাকা/এম/ফিরোজ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়