ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সাবেক সিইসি নুরুল হুদাকে ধরে পুলিশে সোপর্দ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:০৭, ২২ জুন ২০২৫   আপডেট: ২০:২৬, ২২ জুন ২০২৫
সাবেক সিইসি নুরুল হুদাকে ধরে পুলিশে সোপর্দ

কে এম নুরুল হুদা

সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদাকে আটক করে পুলিশে দেওয়া হয়েছে।

রবিবার (২২ জুন) সন্ধ্যায় তাকে ধরে পুলিশের হাতে তুলে দেন স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।

বিষটি জানিয়েছেন রাজধানীর উত্তরা পশ্চিম থানার ওসি হাফিজুর রহমান।

ওসি হাফিজুর রহমান বলেন, “জনতা তাকে ঘেরাও করে পুলিশে খবর দিলে পুলিশ গিয়ে নিয়ে এসেছে।”

এদিন দুপুরে রাজধানীর শেরেবাংলা নগর থানায় সাবেক সিইসি নূরুল হুদাসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা করে বিএনপি।

এ মামলার আসামির তালিকায় দশম, একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় দায়িত্ব পালন করা তিন প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনারদের পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ১৯ জনের নাম রয়েছে।

সাবেক সচিব নূরুল হুদা ২০১৭ সালের ১৫ ফেব্রুয়ারি সিইসি হিসেবে শপথ নিয়েছিলেন। তিনি ছিলেন দেশের দ্বাদশ সিইসি।

তার নেতৃত্বাধীন পাঁচ সদস্যের কমিশনের অধীনে ২০১৮ সালের একাদশ সংসদ নির্বাচনসহ স্থানীয় পর্যায়ের সব ভোট হয়।

ঢাকা/এমআর/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়