ঢাকা     বুধবার   ০৯ জুলাই ২০২৫ ||  আষাঢ় ২৫ ১৪৩২

দে‌শে এসে মোকাবিলা কর‌তে হ‌বে

সুনির্দিষ্ট তথ্য-প্রমাণের ভিত্তিতে টিউলিপের বিরুদ্ধে মামলা: দুদক চেয়ারম্যান

বিশেষ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৫১, ২৪ জুন ২০২৫   আপডেট: ১৯:৫৬, ২৪ জুন ২০২৫
সুনির্দিষ্ট তথ্য-প্রমাণের ভিত্তিতে টিউলিপের বিরুদ্ধে মামলা: দুদক চেয়ারম্যান

টিউলিপ সিদ্দিক। ছবি সংগৃহীত

হয়রানি নয়, বরং সুনির্দিষ্ট তথ্য-প্রমাণের ভিত্তিতে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে দুর্নীতির মামলা করা হয়েছে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেন।

মঙ্গলবার (২৪ জুন) রাজধানীর সেগুনবা‌গিচায় সংস্থা‌টির প্রধান কার্যাল‌য়ে এক সংবাদ সম্মেলনে তি‌নি এ কথা ব‌লেন।

চিঠিপত্রের মাধ্যমে টিউলিপ মামলা নিষ্পত্তি করতে চাইছেন জানিয়ে দুদক চেয়ারম্যান বলেন, “অপরাধী যে দেশে অপরাধ করবে তাকে সে দেশেই তা মোকাবিলা করতে হবে। এখন মনে হচ্ছে, (টিউলিপ) সম্ভবত চিঠিপত্রের মাধ্যমে মামলা মোকাদ্দমা নিষ্পত্তি করতে চাইছেন। এটি তো হবার কথা নয়। কোর্টে মামলা হচ্ছে, টিউলিপ সিদ্দিককে কোর্টে হাজির হয়ে মামলা মোকাবিলা করতে হবে।”

আরো পড়ুন:

টিউলিপের বিরুদ্ধে মামলা কোনো ‘রাজনৈতিক মামলা নয়’ জানিয়ে দুদক চেয়ারম্যান বলেন, “এটি কোনো উদ্দেশ্যপ্রণোদিত মামলা নয়, কাউকে ছোট করার মামলা নয়। অনেক আসামির মতো টিউলিপ সিদ্দিকও একজন অভিযুক্ত। আমাদের এরচেয়েও অনেক বড় মামলা আছে।”

টিউলিপের আইনজীবী সম্প্রতি দুদকে একটি চিঠি (উকিল নোটিশ) পাঠিয়েছেন। সেখানে টিউলিপ দাবি করেছেন, অন্তর্বর্তী সরকার ও দুদক ব্রিটেনের রাজনীতিতে হস্তক্ষেপের চেষ্টা করছে।

এ প্রস‌ঙ্গে দুদক চেয়ারম‌্যান বলেন, “দুদকের কার্যপরিধিতে রাজনীতিতে যাওয়ার সুযোগ নেই।”

টিউলিপকে আবারও বাংলা‌দে‌শি নাগ‌রিক উল্লেখ ক‌রে মোহাম্মদ আবদুল মোমেন ব‌লেন, “তি‌নি আমাদের কাছে বাংলাদেশের নাগরিক। তার জাতীয় পরিচয়পত্র আছে। তার টিআইএন আছে। তার বিরুদ্ধে বাংলাদেশে মামলা করেছি। আমার বিশ্বাস, তিনি বাংলাদেশের আইন মেনে মামলা মোকাবিলা করবেন।”

যুক্তরাজ্যের রাজনৈতিক বাস্তবতা প্রসঙ্গে তিনি বলেন, “ব্রিটেনের রাজনীতি কি এতই ভঙ্গুর যে তার দেশের একজনের নামে মামলা হলো, আর তাতেই ব্রিটেনের সরকার ও রাজনীতি একেবারে ধসে পড়বে, এটা কি হতে পারে?”

টিউলিপের আইনজীবীকে ‘শব্দচয়নে সচেতন’ হবার আহ্বান জানিয়ে দুদক চেয়ারম্যান বলেন, “তারা নিজেদের দেশকে ছোট করছেন। প্রমাণ করছেন ব্রিটেনের রাজনীতি ভঙ্গুর। আমাদের হস্তক্ষেপের কী আছে। দুদকের কার্যপরিধিতে রাজনীতিতে যাওয়ার সুযোগ নেই।”

তিনি বলেন, “টিউলিপ গোড়া থেকেই সবকিছু জানেন। এজন্যই মন্ত্রীর পদ থেকে তাকে সরে যেতে হয়েছে। টিউলিপের বিরুদ্ধে তিনটি মামলা আছে। তার অনুপস্থিতে বিচার চলবে।”

এর আগে গত ২৩ জুন ড. ইউনূস ও দুদক বরাবর পাঠানো এক উকিল নোটিশে প্রধান উপদেষ্টা ও দুদক ব্রিটিশ রাজনীতিতে হস্তক্ষেপের চেষ্টা করছেন বলে অভিযোগ তোলেন যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিক। ওই উকিল নোটিশে তিনি বলেন, ‘তার সুনাম ক্ষুণ্ন করাই তাদের উদ্দেশ্য।’

ঢাকা/নঈমুদ্দীন/সাইফ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়