ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ছে‌লে-মে‌য়ে‌কে সম্প‌দের হিসাব দি‌তে নো‌টিশ

শামীম ওসমান ও স্ত্রী সালমার বিরু‌দ্ধে মামলার অনু‌মোদন

বিশেষ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪৮, ১৫ জুলাই ২০২৫   আপডেট: ১৬:৫০, ১৫ জুলাই ২০২৫
শামীম ওসমান ও স্ত্রী সালমার বিরু‌দ্ধে মামলার অনু‌মোদন

শামীম ওসমান ও স্ত্রী সালমা ওসমা‌ন

ক্ষমতার অপব্যবহার ক‌রে ৬,৬৭,৫৩,৬৮৯ টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও নয়‌টি ব্যাংকে অস্বাভা‌বিক লেন‌দেনের অভিযোগে সা‌বেক এম‌পি শামীম ওসমান এবং ৩,০৯,০০,৭৫৭ টাকার অবৈধ সম্পদ অর্জন ও ‌৮টি ব্যাংকে অস্বাভা‌বিক লেন‌দেনের অভিযোগে তার স্ত্রী সালমা ওসমা‌নের বিরু‌দ্ধে পৃথক মামলার অনু‌মোদন দি‌য়ে‌ছে দুর্নী‌তি দমন ক‌মিশন। অবৈধ সম্প‌দে সহায়তায় স্ত্রী সালমার মামলায় শামীম ওসমান‌কেও আসা‌মি করা হ‌য়ে‌ছে।

মঙ্গলবার (১৫ জুলাই) ক‌মিশ‌নের মহাপ‌রিচালক আক্তার হো‌সেন এ তথ‌্য জানান।

প্রথম মামলার এজাহা‌রে বলা হয়, আসা‌মি নারায়ণঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমান এম‌পি থাকা অবস্থায় নিজ অর্পিত ক্ষমতার অপব্যবহার করে ৬,৬৭,৫৩,৬৮৯ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারায় তৎসহ দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭ এর ৫(২) ধারায় অপরাধ ক‌রে‌ছেন। ৯টি ব্যাংক হিসাবসমূহে ৪৩৯,৮২,৩৯,৪৮০.১০ টাকা অস্বাভাবিক লেনদেন করে হস্তান্তর, রুপান্তর, স্থানান্তর করে মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারায় অপরাধ করায় তার বিরুদ্ধে ১টি মামলার অনুমোদন দেওয়া হয়।

দ্বিতীয় মামলার এজাহা‌রে বলা হয়, সালমা ওসমান স্বামী শামীম ওসমা‌নের সহায়তায় ৩,০৯,০০,৭৫৭ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারায় অপরাধ ক‌রে‌ছেন। সালমার ৮টি ব্যাংক হিসাবসমূহে ২৪,৬৬,৮৯,১৩১.১২ টাকা অস্বাভাবিক লেনদেন হয় এবং হস্তান্তর, রুপান্তর, স্থানান্তর করে মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারায় ও দণ্ডবিধি, ১৮৬০ এর ১০৯ ধারায় অপরাধ করায় তাদের বিরুদ্ধে ১টি মামলার অনুমোদন ক‌রে দুদক।

এছাড়া শামীম ওসমা‌নের ছে‌লে ইমতিনান ওসমান মে‌য়ে লাবীবা জোহা অঙ্গনার বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের প্রাথমিক প্রমাণ পাওয়ায় তাদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এর ২৬(১) ধারা অনুযায়ী পৃথক ২টি সম্পদ বিবরণী দাখিলের আদেশ জারির অনুমোদন ক‌রে‌ছে দুদক।

ঢাকা/নঈমুদ্দীন/এসবি 

সর্বশেষ

পাঠকপ্রিয়