ঢাকায় আ. লীগের সাবেক এমপি সাদ্দাম হোসেনসহ গ্রেপ্তার ৮
জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম
ঝটিকা মিছিলসহ নাশকতার পরিকল্পনাকারী ও অর্থায়নকারী কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের সাবেক সংসদ সদস্য সাদ্দাম হোসেন পাভেলসহ আরও ৮ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) দুপুরে ডিএমপি গণমাধ্যম শাখা থেকে জানানো হয়, গ্রেপ্তারকৃতরা হলেন, নীলফামারী ৩ আসনের সাবেক সংসদ সদস্য সাদ্দাম হোসেন পাভেল, পটুয়াখালী জেলার বাউফল উপজেলা শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. তানজিল হোসেন অভি, বাউফল থানার সূর্যমণি ইউনিয়নের যুবলীগের সাধারণ সম্পাদক মো. আনিসুর রহমান হাওলাদার, বাউফল উপজেলা শাখার প্রতিষ্ঠাতা সভাপতি ও বর্তমানে বঙ্গবন্ধু কল্যাণ পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এ.কে. এম খোরশেদ আলম, বংশাল থানা ৩২ নম্বর ওয়ার্ড আ. লীগের মো. দেলোয়ার হোসেন বাবলু, উত্তরা পূর্ব ১ নম্বর ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক আল মামুন ভুইয়া, যুবলীগ কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য মো. কায়কোবাদ ওসমানী এবং মুন্সিগঞ্জ লৌহজং থানার খিতিরপাড়া ইউনিয়ন আ. লীগের সাবেক সভাপতি আনোয়ার হোসেন।
ডিবি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাতে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় অভিযান পরিচালনা করে সাদ্দাম হোসেন পাভেলকে গ্রেপ্তার করে ডিবি-সাইবার বিভাগের একটি দল। অন্যদিকে একই দিন সন্ধ্যায় ডিবি-মতিঝিল বিভাগের একটি দল সবুজবাগ থানার মানিকদি এলাকায় অভিযান পরিচালনা করে মো. তানজিল হোসেন অভিকে গ্রেপ্তার করে।
এ ছাড়া একইদিন মানিকদি এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ আনিসুর রহমান হাওলাদারকে গ্রেপ্তার করে ডিবি-মতিঝিল বিভাগের একটি দল। অন্যদিকে একই দিন রাতে পান্থপথ এলাকায় অভিযান পরিচালনা করে এ.কে.এম খোরশেদ আলমকে গ্রেপ্তার করা হয়।
ঢাকা/এমআর//