সাবেক সচিব আবু আলম শহীদ খান গ্রেপ্তার
জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম
সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খান
শাহবাগ থানার মামলায় সাবেক সিনিয়র সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খানকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার (৮ সেপ্টেম্বর) ঢাকার রমনা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ডিএমপির উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সোমবার দুপুরের দিকে শাহবাগ থানার মামলায় সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খান ও ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী পাঁচজনসহ মোট ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
ডিএমপি বলছে, ঢাকায় ঝটিকা মিছিল করে নাশকতার চেষ্টা ও জনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এই অভিযান চালানো হয়।
আবু আলম শহীদ খান ১৯৯৬-২০০১ সালে আওয়ামী লীগ সরকারের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপ-প্রেস সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ২০০১ সালে বিএনপি ক্ষমতায় ফিরলে তিনি ওএসডি হন। ২০০৮ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর তিন মাসের মধ্যে পরপর চারটি পদোন্নতি পেয়ে স্থানীয় সরকার বিভাগের জ্যেষ্ঠ সচিব হন। ২০১৫ সালে স্থানীয় সরকার বিভাগের জ্যেষ্ঠ সচিব হিসেবে তিনি অবসরে যান।
ঢাকা/মাকসুদ/ইভা