ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সাবেক সচিব ভূঁইয়া মোহাম্মদ শফিকুলসহ গ্রেপ্তার ৭

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০৯, ৯ সেপ্টেম্বর ২০২৫  
সাবেক সচিব ভূঁইয়া মোহাম্মদ শফিকুলসহ গ্রেপ্তার ৭

ভূঁইয়া মোহাম্মদ সফিকুল ইসলাম

সাবেক সচিব ভূঁইয়া মোহাম্মদ সফিকুল ইসলামকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এছাড়া, কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের আরো ছয় নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। 

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ভোরে পটুয়াখালীর কলাপাড়ার আনন্দলোক ইকো রিসোর্ট থেকে মোহাম্মদ সফিকুল ইসলামকে গ্রেপ্তার করে ঢাকায় আনা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান। 

তিনি জানান, সংশ্লিষ্টদের বিরুদ্ধে স্ব স্ব থানায় মামলা দায়ের করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে তোলা হবে।

ভূঁইয়া মোহাম্মদ সফিকুল ইসলামকে ২০১৫ সালে রাষ্ট্রপতি কার্যালয়ের সচিব ছিলেন। এর আগে ২০১৩ সালে পরিকল্পনা বিভাগের সচিব ছিলেন তিনি।

ঢাকা/এমআর/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়