ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পুলিশের সাবেক ডিআইজি নাহিদুল ইসলাম গ্রেপ্তার

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২৭, ১৩ সেপ্টেম্বর ২০২৫  
পুলিশের সাবেক ডিআইজি নাহিদুল ইসলাম গ্রেপ্তার

এ কে এম নাহিদুল ইসলাম

পুলিশের সাবেক উপপুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) এ কে এম নাহিদুল ইসলামকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। 

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাতে রাজধানীর নিজ বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

শনিবার ১৩  সেপ্টেম্বর) দুপুরে গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম রাইজিংবিডি ডটকমকে বলেন, “আদালত থেকে পরোয়ানা জারি করায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।"

মেহেরপুর জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির মরহুম ছমির উদ্দিনের বড় ছেলে ও জামায়াত নেতা তারিক মোহাম্মদ সাইফুল ইসলাম হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত আসামি তিনি। 

এর আগে গত ২৮ জুলাই সরকার তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছিল।

ঢাকা/এমআর/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়