ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

জেনেভা ক্যাম্পে যৌথ অভিযানে গ্রেপ্তার ১৭

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০৫, ৫ অক্টোবর ২০২৫  
জেনেভা ক্যাম্পে যৌথ অভিযানে গ্রেপ্তার ১৭

ফাইল ফটো

রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে মাদক ও ছিনতাইবিরোধী সেনাবাহিনী ও র‍্যাব-২ এর বিশেষ অভিযানে দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্যসহ ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

রবিবার (৫ অক্টোবর) র‌্যাব-২ এর  সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) খান আসিফ তপু জানান, শনিবার (৪ অক্টোবর) রাতে এ অভিযান পরিচালনা করা হয়।

আরো পড়ুন:

গ্রেপ্তাররা হলেন- মো. মনোয়ার হোসেন, মো. আবিদ হোসেন, মো. নুর ইসলাম, মো. বন্যা, মো. আব্দুল লতিফ, মো. আলমগীর, মো. বুলু, মো. ফিরোজ, মো. আলামিন, মো. ভুট্টু, মো. আসলাম, মো. জাফর, মো. তাজউদ্দিন, মো. মাসুম, মো. জাবেদ, মো. মুরাদ ও মো. বাবু। এ সময় ছিনতাই কাজে ব্যবহৃত একটি সামুরাই ও ৪.৯৬৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প এলাকায় বেশ কয়েকটি ছিনতাইকারী চক্র ছিনতাই ও মাদক ব্যবসাসহ বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যক্রমে জড়িয়ে পড়ছে। র‌্যাব-২ এর দায়িত্বপূর্ণ এলাকায় ছিনতাই ও অন্যান্য সন্ত্রাসী কর্মকাণ্ড সম্পর্কে স্থানীয় জনসাধারণ এবং সামাজিক যোগাযোগমাধ্যম, প্রিন্ট মিডিয়া ও ইলেকট্রনিক্স মিডিয়া থেকে তথ্য পায় র‌্যাব।

ফলে র‌্যাবের টহল ও গোয়েন্দা কার্যক্রম বৃদ্ধি করা হয়। এরই ধারাবাহিকতায়, গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-২ এবং সেনাবাহিনীর যৌথ আভিযান পরিচালনা করা হয়।

ঢাকা/এমআর/মেহেদী

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়