পুলিশের ওপর একের পর এক হামলা, উদ্বেগে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন
নরসিংদী, বগুড়া, সিলেট ও ফেনীতে পুলিশের ওপর সাম্প্রতিক হামলার ঘটনায় উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন। এসব ঘটনাকে পরিকল্পিত ও মনোবল ভাঙার অপচেষ্টা হিসেবে উল্লেখ করে ভবিষ্যতে আরো কঠোর অবস্থানে যাওয়ার কথা জানিয়েছে সংগঠনটি।
মঙ্গলবার (৭ অক্টোবর) পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি ড. মো. নাজমুল করিম খান ও সাধারণ সম্পাদক মো. আনিসুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৪ অক্টোবর নরসিংদীতে চাঁদাবাজদের বিরুদ্ধে অভিযানে অতিরিক্ত পুলিশ সুপারের ওপর হামলা চালানো হয়। একই দিন বগুড়ার শিবগঞ্জে নিষিদ্ধ সংগঠনের এক সদস্যকে গ্রেপ্তারের সময় হাতকড়াসহ আসামি ছিনিয়ে নেওয়া হয়। এতে আহত হন তিন পুলিশ সদস্য।
পরদিন ৫ অক্টোবর সিলেটের কোম্পানীগঞ্জে নিয়মিত চেকপোস্টে ট্রাক শ্রমিকদের হামলায় আরো পাঁচ পুলিশ সদস্য আহত হন।
মঙ্গলবার ফেনীর সোনাগাজী থানায় পুলিশ সদস্যদের ওপর হামলা চালিয়ে এক আসামিকে ছিনিয়ে নেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, এসব ঘটনা আমাদের ব্যথিত করেছে। একটি কুচক্রি মহল সুপরিকল্পিতভাবে পুলিশের মনোবল ভাঙতে ইউনিফর্মধারী পুলিশ সদস্যদের পেশাগত দায়িত্ব পালনে বাধা দিচ্ছে এবং শারীরিকভাবে লাঞ্ছিত করছে।
সংগঠনটির ভাষ্য, জনশৃঙ্খলা ও আইনের শাসনের পরিপন্থী এসব অপচেষ্টা ঠেকাতে পেশাদারিত্বের সঙ্গে আরো কঠোর পদক্ষেপ নেবে পুলিশ। বেআইনি কর্মকাণ্ডের বিরুদ্ধে পুলিশ সবসময় তৎপর এবং ভবিষ্যতেও তৎপর থাকবে।
বিজ্ঞপ্তিতে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন এসব ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেছে, অন্তর্বর্তীকালীন সরকারের আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নে পুলিশ বাহিনী নিরলসভাবে কাজ করে যাবে।
ঢাকা/মাকসুদ/সাইফ