ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বিশ্বের জনপ্রিয় কসমেটিকস ব্র্যান্ড নিওরের সামার ফিস্ট অনুষ্ঠিত

লাইফস্টাইল ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:০২, ৩১ জুলাই ২০২২   আপডেট: ২১:৪৭, ৩১ জুলাই ২০২২
বিশ্বের জনপ্রিয় কসমেটিকস ব্র্যান্ড নিওরের সামার ফিস্ট অনুষ্ঠিত

বিশ্বখ্যাত নিওর ব্র্যান্ডের কসমেটিকস পণ্য বাংলাদেশে আরো বৃহৎ পরিসরে বাজারজাতকরণের লক্ষ্যে অনুষ্ঠিত হলো নিওর সামার ফিস্ট। গত বৃহস্পতিবার রাতে ঢাকার একটি হোটেলে এই আয়োজন করে রিমার্ক। বর্ণাঢ্য ফ্যাশন শো আর মনোমুগ্ধকর এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশের (অ্যামচেম) প্রেসিডেন্ট সৈয়দ এরশাদ আহমেদ।

জমকালো এই আয়োজনে শুভেচ্ছা বক্তব্য দেন রিমার্কের ব্যবস্থাপনা পরিচালক আশরাফুল আম্বিয়া। তিনি বলেন, ‘নিওর বিশ্বের অন্যতম স্কিন কেয়ার ব্র্যান্ড। বিশ্বের বিভিন্ন দেশে স্কিন কেয়ার ইন্ডাস্ট্রিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছে নিওর। আজকের ইভেন্ট রিমার্ক আয়োজন করেছে নিওর-এর পণ্যগুলো বাংলাদেশের বাজারে আরো ছড়িয়ে দিতে। সবার সহযোগিতা পেলে বাংলাদেশে নিওর দ্রুতই ছড়িয়ে যাবে। বিশ্বব্যাপী নিওরের ব্যাপক চাহিদা বৃদ্ধি পাওয়ায় দেশি-বিদেশি চাহিদা মেটানোর জন্য নিওর বাংলাদেশে ইন্ডাস্ট্রি স্থাপনের উদ্যোগ নিয়েছে। সর্বোচ্চ প্রযুক্তি নির্ভর এই ইন্ডাস্ট্রি হবে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ।’

আরো পড়ুন:

প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ এরশাদ আহমেদ বলেন—‘নিওর একটি জনপ্রিয় ও অতিপরিচিত ব্র্যান্ড। নিয়মিত গবেষণা, অত্যাধুনিক প্রযুক্তির মিশেলে নিওর কসমেটিকসের উন্নত মানের কারণেই এই জনপ্রিয়তা অর্জন সম্ভব হয়েছে। প্রতি বছর ‘ইউএস ট্রেড শো’ চলাকালেই আমরা দেখি নিওরের স্টলে উপচেপড়া ভিড়। যুগের সঙ্গে তাল মিলিয়ে নিওর আগামী দিনেও কসমেটিকস বাজারে সমান জনপ্রিয়তা বজায় রাখতে সক্ষম হবে বলে আমার বিশ্বাস।’

এ অনুষ্ঠানের পুরো সময়জুড়ে মার্কিন দূতাবাসের কর্মকর্তাদের উপস্থিতি অনুষ্ঠানকে আরো আকর্ষণীয় করে তোলে। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও জনপ্রিয় ব্র্যান্ড নিওর নিয়ে বেশ আশাবাদ ব্যক্ত করেন তারা।

গত ২৬ বছর ধরে বাংলাদেশে জনপ্রিয় এই কসমেটিকস ব্র্যান্ডের সঙ্গী হয়ে আছেন শোবিজ অঙ্গনের তারকারা। সামার ফিস্টে হাজির হয়েছিলেন দেশসেরা অভিনেতা-অভিনেত্রীরা। এ তালিকায় রয়েছেন—চিত্রনায়িকা অপু বিশ্বাস, নায়ক ফেরদৌস, ইমন, নিরব। তাদের বক্তৃতায় উঠে আসে অভিনয় জগতেও নিওর কসমেটিকসের ব্যবহার ও জনপ্রিয়তার কথা।

অভিনয় ক্যারিয়ারের শুরু থেকে নিওর ব্র্যান্ডের পণ্য ব্যবহার করেন অপু বিশ্বাস। তা উল্লেখ করে এই অভিনেত্রী বলেন, ‘সারাদিন আমাদের মেকআপ নিয়ে কাজ করতে হয়। ক্যারিয়ারের প্রথমে মেকআপের পণ্য ভালোভাবে চিনতাম না। ওই সময়ে আমার মেকআপ আর্টিস্ট নিওর ব্র্যান্ডের পণ্য দেন। এরপর থেকে আমি শুটিংয়ের মেকআপে নিওর-এর পণ্য ব্যবহার করি।’

নায়ক ফেরদৌস বলেন, ‘রিমার্কের এই আয়োজনের কারণে নিওরের প্রতি আমাদের আস্থা আরো বৃদ্ধি পেলো। নিওর কসমেটিকস বাজারে নতুন মাত্রা যোগ করবে বলে আমার প্রত্যাশা।’ নায়ক ইমন বলেন, ‘নিওর আমাদের জন্য বড় পাওয়া। বাংলাদেশের নায়িকারা, মডেলরা নিওর-এর প্রোডাক্ট ব্যবহার করছেন। নিওর এখন নির্ভরতার প্রতীক।’

অনুষ্ঠানে নিওর কসমেটিকসের ব্যবহারিক দিকগুলো তুলে ধরেন দেশের খ্যাতনামা মেকআপ আর্টিস্ট ও ট্রেইনার শাহিদা হাসান ও প্রখ্যাত চর্মরোগ বিশেষজ্ঞ ডা. শারমিনা হক। শাহিদা হাসান বলেন, ‘এই ব্র্যান্ডের প্রতি আমি ব্যক্তিগতভাবে খুবই উইক। মেকআপ আর্টিস্ট হিসেবে ক্লায়েন্টকে নিওর-এর বিভিন্ন পণ্য ব্যবহার করতে বলি। কারণ, নিওর-এর সঙ্গে জেনারেশন টু জেনারেশনের সম্পর্ক। আর এখন এটি আরো আধুনিক আরো গুণগত মানসম্পন্ন। আমরা অনেকে অ্যালার্জির জন্য আইলাইনার ব্যবহার করতে পারি না। কিন্তু নিওর সে সমস্যা থেকে মুক্ত রেখে আইকনিক লুক তৈরি করে।’

দেশের বিশিষ্ট চর্মরোগ বিশেষজ্ঞ ডা. শারমিনা হক বলেন, ‘একজন ডার্মাটোলজিস্ট হিসেবে নিওরের প্রশংসা করি। কারণ আমাদের দেশে হোক বিদেশে হোক, নিওরের স্কিন কেয়ার পণ্যগুলো কার্যকরী উপাদানে ভরপুর। আমরা সবাই চাই, সুন্দর স্কিন, যেটা নিওর-এর স্কিন কেয়ারের মাধ্যমে সম্ভব। নিওর-এর স্কিন কেয়ার আমাদের প্রতিদিনের জীবনে প্রয়োজনীয়।’

এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রিমার্কের প্রেসিডেন্ট মিজানুর রহমান। সবাইকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ‘নিওর-এর বিশ্বব্যাপী জনপ্রিয়তায় আমরাও শামিল হচ্ছি। আমাদের অংশীদারিত্ব শক্তিশালী হচ্ছে। যদিও নিওর উচ্চবিত্তের পণ্য, আমাদের জোরালো প্রচেষ্টা থাকবে এটিকে ঘরে ঘরে পৌঁছে দেয়া। কারণ, এটি খুবই প্রয়োজনীয় একটি পণ্য। আমাদের আর্থসামাজিক অবস্থারও উন্নতি ঘটেছে; তাই সময়ের তাগিদে এটি ব্যবহার করা এখন মানুষের অধিকার। সে কারণেই আমরা প্রতিটি ঘরে পৌঁছে দিতে চাই নিওর-এর পণ্য।’

সর্বশেষ ফ্যাশন শো ও নৈশভোজের মাধ্যমে এ অনুষ্ঠানের পর্দা নামে।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়